TRENDING:

Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর

Last Updated:

Kasba Law College Update: কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের মামলায় আলিপুর জেলা ও দায়রা আদালতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর জামিন মামলার শুনানি৷ কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷
রাত নটা বেজে দশ নাগাদ মনোজিত জইব ও প্রমিত তারা জোর করে বা বলপূর্বক নির্যাতিতাকে নিয়ে আসছে সেটাও সিসিটিভি ক্যামেরার ফুটেছে ধরা পড়েছে। গার্ডের রুম এবং ইউনিয়ন রুমের মাঝামাঝি তাদের মুভমেন্ট ধরা পড়েছে। এরপর অভিযোগকারিনী কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছেন সেটাও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছে।
রাত নটা বেজে দশ নাগাদ মনোজিত জইব ও প্রমিত তারা জোর করে বা বলপূর্বক নির্যাতিতাকে নিয়ে আসছে সেটাও সিসিটিভি ক্যামেরার ফুটেছে ধরা পড়েছে। গার্ডের রুম এবং ইউনিয়ন রুমের মাঝামাঝি তাদের মুভমেন্ট ধরা পড়েছে। এরপর অভিযোগকারিনী কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছেন সেটাও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছে।
advertisement

আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শুনানির দিন ধার্য্য করে আদালত৷ সব পক্ষের সওয়াল জবাব শেষে আপাতত অর্ডার রিজার্ভ রাখেন বিচারক৷ ৮২ দিন ধরে হেফাজতে আছেন। কো-অ‍্যাকিউসড জামিন পেয়েছেন। জামিনের আবেদন করছি। জামিন দেওয়া হোক মহিলা স্বেচ্ছায় গিয়েছিলেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তারপর অভিযোগ করেছেন।

আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন

advertisement

এরপরেই পুরনো একটি মামলার নথি ও তথ্য তুলে ধরেন মনোজিতের আইনজীবীরা। তাঁরা আদালতে জানান, মহিলা আগেও একটি অভিযোগ করেছিলেন। পরে সেটেলমেন্ট করে অভিযোগ তুলে নেন৷

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না

পাল্টা বিরোধিতা করেন নির্যাতিতার আইনজীবী৷ তিনি বলেন, পুরনো ওই মামলার সঙ্গে এই মামলার কোনও যোগ নেই। অন্য একটি মামলার সঙ্গে গণধর্ষনের মত নৃশংস ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। নির্যাতিতার আইনজীবী বিচারকের সামনে গোপন জবানবন্দির বয়ান তুলে দিয়ে বলেন, কী কী ঘটেছিল সব আছে , কতটা ভয়ঙ্কর দেখুন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সরকারি আইনজীবী জানান, জামিনের বিরোধিতা করছি। আগেও জমিন খারিজ হয়েছে। তিনি আরও জানান, এই মামলায় চার্জশিট হয়েছে। বিচারকের কাছে মেডিক্যাল রিপোর্টের নথি দিয়ে ঘটনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। মেডিক্যাল রিপোর্টে উল্লিখিত ইনজুরির মার্ক-সহ বিস্তারিত দেখার অনুরোধ করেন বিচারককে৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ডিসেম্বর৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল