TRENDING:

Kunal Ghosh vs Kalyan Chaubey: 'বিজেপিতে যোগ দিতে চান কুণাল', দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা

Last Updated:

কল্যাণের দাবি,  এখনও বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন কুণাল৷ বিজেপি প্রার্থীর দাবি, 'চলতি মাসের শেষে কুণাল ঘোষ রাজ্যের বাইরে বিজেপি নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন।‌'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের দাবি পাল্টা দাবিকে কেন্দ্রে করে জমজমাট মানিকতলা উপনির্বাচন৷ এ দিন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ চাঞ্চল্যকর দাবি করে বলেন, গত রবিবার তাঁকে ফোন করেছিলেন কল্যাণ চৌবে৷ মানিকতলায় তৃণমূল প্রার্থীকে হারাতে দলের সঙ্গে অন্তঘার্ত করার বিনিময়ে কল্যাণ তাঁকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেন বলে দাবি করেন কুণাল৷
কল্যাণ-কুণালের দাবি, পাল্টা দাবি৷
কল্যাণ-কুণালের দাবি, পাল্টা দাবি৷
advertisement

কুণাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যে মুখ খুললেন কল্যাণ চৌবে৷ মানিকতলার বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, কুণাল অনেক দিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন৷ এমন কি, তাঁর কাছেও এ বিষয়ে তদ্বির করেছিলেন তৃণমূল নেতা৷ সেই সূত্রেই তিনি কুণালকে তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷

আরও পড়ুন: ‘মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে, দশ দিনের মধ্যে দাম কমাতে হবে!’ নির্দেশ ক্ষুব্ধ মমতার

advertisement

কল্যাণ চৌবে বলেন, ‘আমার সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘ দিনের পরিচয়৷ বইমেলায় আমার বইয়ের উদ্বোধনেও উনি উপস্থিত ছিলেন, আমার বাড়িতেও এসেছেন৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য কুণাল আমার কাছে এসেছিলেন৷ দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ওনার দেখাও করিয়ে দিয়েছিলাম৷ কিন্তু দল তখন ওনাকে নিতে চায়নি৷’

advertisement

কল্যাণের দাবি,  এখনও বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন কুণাল৷ বিজেপি প্রার্থীর দাবি, ‘চলতি মাসের শেষে কুণাল ঘোষ রাজ্যের বাইরে বিজেপি নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন।‌ এক মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজ্যের বাইরে বসার কথা বলেছিলেন। ৷ হয়তো এসব হওয়ার পর তিনি সেই বৈঠক কিছুটা পিছিয়ে দেবেন৷ আমি ভেবেছিলাম, কুণাল ঘোষ যখন বিজেপিতে আসতেই চাইছেন তাহলে ওনার থেকে সাহায্য নেওয়াই যায়৷ আর প্রার্থী হিসেবে সাহায্য চেয়ে আমি তো দলমত নির্বিশেষে সবাইকেই ফোন করছি৷’

advertisement

কল্যাণ দাবি করেছেন, কুণাল নিজেই তাঁকে রবিবার রাত এগারোটার পর ফোন করতে বলেছিলেন৷ তবে তিনি কুণালকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেননি বলেই দাবি করেছেন কল্যাণ৷ তাঁর দাবি, কুণালের প্রকাশ করা অডিওতে তাঁর গলা বিকৃত করা হয়েছে৷

কল্যাণ চৌবের এই বিস্ফোরক দাবির জবাব দিয়ে কুণাল পাল্টা বলেন,  ‘আপনার সেই সময়ের সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করে দেখুন কোনওদিন আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছি কি না৷ বিজেপির এত নেতার সঙ্গে পরিচয় আছে, কেন পচা কল্যাণকে বলতে যাবো? আমি ওনার বাড়ি গিয়েছি, উনি আমার বাড়িতে এসেছেন৷ মোহনবাগান নিয়ে কথা হয়েছে৷ কারণ ওনার স্ত্রী অঞ্জন মিত্রের কন্যা৷ অঞ্জনদাই আমাকে বলেছিলেন তাঁর কন্যার সঙ্গে একবার বৈঠক করতে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কুণাল দাবি করেছেন, তাঁর সঙ্গে কল্যাণ চৌবের পুরো কথোপকথনের অডিও রাত আটটায় তিনি প্রকাশ করবেন৷ কুণালের পাল্টা প্রশ্ন, ‘আমি তো মানিকতলার ভোটার নই, বেলেঘাটার ভোটার৷ তাহলে আমাকে ফোন করতে গেলেন কেন? সিবিআইকে চিঠি দিয়ে বলুন তদন্ত করে দেখতে অডিও বিকৃত করেছি কি না৷ কে কল্যাণ চৌবে, আমার বাড়িতে মুকুল রায় এসে বিজেপিতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আমাকে চেনেন৷ আমার নিজের কাকা গুজরাত ক্যাডারের আইএএস৷ নরেন্দ্র মোদি জড়িয়ে ধরে আমার সঙ্গে ছবি তুলেছেন৷ আমার পরিচয়ের স্তরটা একটু জেনে নিয়ে কথা বলবেন৷ বিজেপিতে যেতে গেলে আমার কল্যাণ চৌবেকে ধরতে হবে না৷’ তাঁর সঙ্গে কল্যাণ চৌবের কথোপকথনের পুরো অডিও টেপ তিনি আজ রাত আটটায় প্রকাশ করবেন বলে জানিয়েছেন কুণাল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh vs Kalyan Chaubey: 'বিজেপিতে যোগ দিতে চান কুণাল', দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল