TRENDING:

Kalyan Banerjee: কল্যাণের নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, ঠিক কী বললেন তিনি ?

Last Updated:

আরজি কর কাণ্ডের রেশ টেনে তীব্র সমালোচনা করলেন তিনি। যাদের জোর করে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছিল, তাদের পাশে না দাঁড়ানোর জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোপ, তারই দলের ছাত্র সংগঠনের সভাপতির উদ্দেশ্যে। আরজি কর কাণ্ডের রেশ টেনে তীব্র সমালোচনা করলেন তিনি। যাদের জোর করে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছিল, তাদের পাশে না দাঁড়ানোর জন্য।
কল্যাণের নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি 
কল্যাণের নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি 
advertisement

আরও পড়ুন– আরও কমবে তাপমাত্রা ! রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি, জেনে নিন আবহাওয়ার আপডেট

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় হাওড়ার ডোমজুড়ের একটি অনুষ্ঠানে যোগ দেন৷ সেখানেই তাকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে তো কোথাও দেখলাম না, এদের পাশে এসে দাঁড়াতে৷ আমি দুঃখিত এটা বলার জন্য। তৃণাঙ্কুর না কি একটা যেন নাম! তাকে তো কোথাও দেখলাম না এই ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়াতে ৷ আমি দুঃখিত এই সব বলতে হচ্ছে, কিন্তু দলের তো এটা দেখা উচিত। দলের দেখা উচিত, এরা কেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকবে? যারা ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে পারে না। সময় এসেছে যখন তখন সব পর্যালোচনা করতে হবে৷ আজ তো আমাদের সব দেখতে হচ্ছে ৷ একটা সংগঠন থাকবে, কিন্তু তা কোনও কাজ করবে না?’’

advertisement

আরও পড়ুন– মহারাষ্ট্রের ভোট প্রচারে শুভেন্দু, অনুপ্রবেশ ইস্যুতে দিলেন ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ বার্তা

তিনি এদিন আরও বলেন, ‘‘সেই সংগঠনের কোনও যোগসূত্র নেই৷ এটা হতে পারে না ৷ আমি জানি অনেক সমালোচনা হবে৷ তাতে আমার অসুবিধা নেই৷ বিপদে যদি ছাত্রদের পাশে না থাকে, তাহলে ছাত্রদের সভাপতি কেন? মঞ্চে এসে মালা নেওয়ার জন্য৷ না নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ানোর জন্য?এই তো নেতা! এতগুলো ছেলে কলেজ থেকে সাসপেন্ড হয়ে গেল। টিএমসিপি করা সব ছেলে।  আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও ভাষা নেই৷ কোনও কথা নেই। অবিশ্বাস্য। আমি এটা ভাবতে পারছি না। কার আশীর্বাদের হাত এর মাথায় আছে? সে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে৷ আমি ভাবতেই পারছি না। ছাত্র পরিষদের কোনও ছেলের কিছু হলে আমরা দৌড়ে যাই৷ আমরাই তো থাকি৷ আমি দুঃখিত।  আমি দেখে কষ্ট পেয়েছি ৷ বাচ্চা ছেলেমেয়েগুলোর পাশে কেউ নেই৷ তারা আমার কাছে আসছে৷ কুণাল ঘোষ তাদের খেয়াল রেখেছে ৷ কুণাল আর আমি মিলে করছি৷ এই লড়াই আমরাই করব৷ দলের কোনও কর্মীর ওপর অন্যায় হতে দেব না যতক্ষণ আছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, থ্রেট কালচারের অভিযোগে একাধিক মেডিক্যাল কলেজের স্টুডেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ৷ তাদের অভিযোগ ছিল, তারা তৃণমূল ছাত্র পরিষদ করে বলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সব ছাত্রদের হয়ে আদালতে সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সব ছাত্রদের পাশে না দাঁড়ানোর অভিযোগ কল্যাণের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalyan Banerjee: কল্যাণের নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, ঠিক কী বললেন তিনি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল