TRENDING:

Abhishek Banerjee: রাজ্যপাল সাক্ষাতে উত্তরবঙ্গে যাচ্ছেন কল্যাণ-মহুয়া-প্রদীপ, কলকাতায় ধর্না মঞ্চে অনড় অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: শনিবার তৃণমূলের ৩ জন সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন উত্তরবঙ্গে গিয়েই। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। এবং তা যত দিন না হচ্ছে, তত দিন তিনি ধর্না থেকে উঠবেন না বলেও জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার তৃণমূলের ৩ জন সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন উত্তরবঙ্গে গিয়েই। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। এবং তা যত দিন না হচ্ছে, তত দিন তিনি ধর্না থেকে উঠবেন না বলেও জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার তৃণমূলের তরফে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করতে যাবেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র।
advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সকালের বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন ৩ জন। দেখা করেই তাঁরা রবিবার ফিরে আসবেন। অভিষেক রাজ্যপালের উদ্দেশে ধর্নামঞ্চ থেকে শুক্রবার সন্ধ্যায় বলেন,‘‘আপনি যদি মনে করেন পুজো কাটিয়ে ফিরবেন, তা হলে তা-ই হবে। সপ্তমী, অষ্টমীতে আমি একা বসে থাকব। আপনারা শুধু পাশে থাকলেই হবে।’’ তিনি যাদের পাঠাচ্ছেন তারা যে প্রতিনিধি দলের তরফে আসলে রাজ্যপালকে বার্তা দিতে যাচ্ছেন সেটা জানাতেই দুই সাংসদ ও এক মন্ত্রীর যাওয়া।

advertisement

রাজনৈতিক মহলের মতে, অভিষেক ইতিমধ্যেই দু’টি বার্তা দিয়েছেন এক, দার্জিলিঙে ৩ দলীয় নেতা-নেত্রীকে পাঠিয়ে তৃণমূল সৌজন্যের বার্তা দিল। দুই, রাজনৈতিক লড়াইয়ের জমি ছাড়া হবে না, তাও বুঝিয়ে দিলেন। কলকাতায় এসে রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি রাজভবনের সামনের ধর্না থেকে উঠছেন না। শনিবার সকাল ১০’টা নাগাদ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-সাংসদরা রওনা হবেন উত্তরবঙ্গের উদ্দেশ্য। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাদের সাথে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা আছে। তৃণমূলের বক্তব্য রাজ্যপালকে জানাবেন তারা৷

advertisement

আরও পড়ুনঃ ICC ODI World Cup 2023: মিলেছে তাঁর সব ভবিষ্যদ্বাণী, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানিয়ে দিলেন বিশ্বখ্যাত জ্যোতিষী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, লিখিত আকারেও একটা আবেদন পত্র দেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর, এই প্রতিনিধি দল মূলত রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে দেখা করার সময় চাইবেন। অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “বাংলার রাজ্যপাল। রাজ্যপাল পদকে সমর্থন করি। আর বাংলা শব্দটা জুড়ে আছে। তাই সৌজন্যের খাতিরে তিন সদস্য দেখা করবেন রাজ্যপালের সঙ্গে।” রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের বকেয়ার দাবিতে আন্দোলন ঘিরে গ্রামের মানুষের মন পাওয়া গেছে। বিজেপি এতে রাজনৈতিক ভাবে চাপে আছে। তাই এই আন্দোলন নিয়ে তৃণমূল কংগ্রেস রীতিমতো অঙ্ক কষে এগোচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: রাজ্যপাল সাক্ষাতে উত্তরবঙ্গে যাচ্ছেন কল্যাণ-মহুয়া-প্রদীপ, কলকাতায় ধর্না মঞ্চে অনড় অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল