TRENDING:

Kalighater Kaku Voice test: কীভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ইডি? সব নজর জোকা ইএসআই-তে

Last Updated:

ইডি-র অভিযোগ ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় সাহায্য করছে না এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র৷ ইএসআই হাসপাতালে আজ রাতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনেই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল ইডি৷
advertisement

এ দিন রাত দশটা নাগাদ অ্যাম্বুল্যান্স করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে৷ সূত্রের খবর, সেখানে প্রথমে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা৷ তার পরেই সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্ট করা হবে৷ তার জন্য হাসপাতালের একটি অপারেশন থিয়েটারও তৈরি রাখা হয়েছে৷

আরও পড়ুন: যে কোনও শর্তে বাড়ি ফিরতে রাজি ছিলেন, নতুন বছরেও ইচ্ছেপূরণ হল না পার্থর

advertisement

সূত্রের খবর,চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতেই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে৷ কাগজে লেখা তাঁকে পড়তে দেওয়া হবে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে ওই লেখা পড়তে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ সেই ভাষ্যপাঠই রেকর্ড করে পরীক্ষার জন্য পাঠাবে ইডি৷

তবে লেখা পড়ার সময় সুজয়কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বর বিকৃত করছেন কি না, তা নজর রাখা হবে৷ ওই কণ্ঠস্বরের নমুনাই ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে৷

advertisement

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে আনার কথা৷ কোনও কারণে তা সম্ভব না হলে সুজয়কৃষ্ণ ভদ্রকে রাতে জোকা ইএসআই হাসপাতালেই রাখার ব্যবস্থা করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নিয়োগ দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টায় ছিল৷ কলকাতা হাইকোর্টও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল৷ কলকাতা হাইকোর্টে ইডি-র অভিযোগ ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় সাহায্য করছে না এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ শেষ পর্যন্ত এ দিন রাত ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighater Kaku Voice test: কীভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ইডি? সব নজর জোকা ইএসআই-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল