TRENDING:

Kalighater Kaku: সিবিআই দফতরে এবার 'কালীঘাটের কাকু'! ছাপোষা সুজয়ের আড়ালে আরও বড় মাথা? জানতে চান গোয়েন্দারা

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে গোপাল দলপতি এবং তার পরে তাপস মণ্ডলের মুখে এই কালীঘাটের কাকুর নাম উঠে এসেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিবিআই দফতরে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
সিবিআই দফতরে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
advertisement

সূত্রের খবর, গতকালই সিবিআই আধিকারিকরা সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ সকালে হাজিরা দেওয়ার কথা জানান৷ এ দিন সকাল এগারোটার কিছু আগে দু' জন আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন 'কালীঘাটের কাকু' হিসেবে নাম উঠে আসা সুজয়কৃষ্ণ ভদ্র৷

আরও পড়ুন: ৬ মাস পর ৪০ মিনিটের মিলন! প্রকাশ্যে ভালবাসায় মজলেন পার্থ-অর্পিতা, মাখামাখি প্রেমে তোলপাড় আদালত

advertisement

নিজাম প্যালেসে ঢোকার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, 'কেন ডাকল জানি না৷ নোটিসও দেয়নি৷ হাতে লেখা কাগজ দিয়ে এসেছিল গতকাল সন্ধে সাড়ে ছ' টায়৷ তাই চলে এসেছি৷ আমি এসবের কিছুই বুঝি না৷ আমার স্ত্রী খুবই অসুস্থ৷ তা সত্ত্বেও এসেছি৷ এর পরেও বলবে আমি তদন্তে অসহযোগিতা করছি৷'

নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে গোপাল দলপতি এবং তার পরে তাপস মণ্ডলের মুখে এই 'কালীঘাটের কাকু'-র নাম উঠে এসেছিল৷ তাপস মণ্ডলের দাবি ছিল, এই 'কালীঘাটের কাকু'-র কথা বলেই বার বার টাকা চেয়ে তাগাদা দিতেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ৷ জিজ্ঞাসাবাদে কুন্তলও এই কালীঘাটের কাকুর কথা সিবিআই কর্তাদের জানিয়েছেন বলে সূত্রের খবর৷

advertisement

যদিও সুজয়কৃষ্ণ ভদ্র টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি ছিল, যেহেতু তিনি তৃণমূলের একজন শীর্ষ নেতা এবং সাংসদের দফতরে কাজ করেন, সেই কারণেই তাঁর নাম জড়ানো হচ্ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighater Kaku: সিবিআই দফতরে এবার 'কালীঘাটের কাকু'! ছাপোষা সুজয়ের আড়ালে আরও বড় মাথা? জানতে চান গোয়েন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল