TRENDING:

এক যাত্রায় পৃথক ফল! আর নয়, এবার এক মেট্রোয় জুড়ে যাচ্ছে দুই পবিত্র কালীতীর্থ- দক্ষিণেশ্বর-কালীঘাট

Last Updated:

কালীপুজোয় কালীঘাট-দক্ষিণেশ্বর জুড়ে দিক মেট্রো। চায় প্রধানমন্ত্রীর দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#: মেট্রোয় চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। কালীপুজোর সময়ই চালু হয়ে যেতে পারে নতুন রুট। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে এখন চলছে ফিনিশিং টাচ।
advertisement

মেট্রো জুড়ছে কালীতীর্থ

কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

খুব তাড়াতাড়ি মেট্রো-সফর

দক্ষিণেশ্বরে মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে। উৎসবের মরশুমে উপহার পেতে পারে কলকাতা।

খুব দ্রুত, কালীঘাট ও দক্ষিণেশ্বর যাতায়াত করা যাবে মেট্রোয়। রেল স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে।

advertisement

দক্ষিণেশ্বর মেট্রোয় 'ফিনিশিং টাচ'

মেট্রো স্টেশনে মন্দিরের আদল

থাকবে কলকাতার ইতিহাস

বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রায় এক দশক আগে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা

রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

জমি জটের কারণে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজে দেরি

৪ কিলোমিটার যাত্রাপথের জন্য প্রায় ৬০০ কোটি টাকা খরচ

চলছে ফিনিশিং টাচ। কিছুদিনের মধ্যে শুরু হবে ট্রায়াল রান। কালীপুজোর সময়, এই মেট্রো প্রকল্প চালু করতে চায় রেলমন্ত্রক। কারণ, কালীপুজোয় কালীঘাট-দক্ষিণেশ্বর জুড়ে দিক মেট্রো। চায় প্রধানমন্ত্রীর দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এক যাত্রায় পৃথক ফল! আর নয়, এবার এক মেট্রোয় জুড়ে যাচ্ছে দুই পবিত্র কালীতীর্থ- দক্ষিণেশ্বর-কালীঘাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল