আজ রবিবার সকালে কবীর সুমন ফেসবুক পোস্টে লেখেন, সাবাশ মমতা, জয় শ্রীরাম নয়, এই বাংলায় কখনও নয়, জয় বাংলা, জয় মমতা...। এর পরেই পথে নামার সিদ্ধান্ত নেন তিনি। গলায় জয় বাংলা প্ল্যাকার্ড লাগানো অবস্থায় দীর্ঘক্ষণ গড়িয়াহাট চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। কবীর গড়িয়াহাট থেকে বলেন, তৃণমূলের প্রাক্তন সাংসদ হিসেবে নয় তিনি রাস্তায় নামলেন সাধারণ নাগরিক হিসেবে, একজন মাননীয় মানুষকে ডেকে নিয়ে গিয়ে অপমান করার বিরুদ্ধেই অহিংস পথে এই সত্যাগ্রহ জানাচ্ছেন সুমন।
advertisement
ঘটনার সূত্রপাত গত কাল, শনিবার বিকেলে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা মঞ্চে উঠে বক্তব্য রাখতে যাবেন, এমন সময়েই দর্শকাসন থেকে একদল বিজেপি সমর্থক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। অতীতে কনভয়েতে এই ধ্বনি ওঠায় মমতা মেজাজ হারিয়েছিলেন। এবার মমতা মেজাজ হারাননি তিনি। উল্টে "সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি কলকাতায় আয়োজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনও কিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।'' রাজনৈতিক দূরত্ব থাকা সত্ত্বেও বহু বাম কংগ্রেস নেতাও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।