TRENDING:

'আমার মৃত্যুর পর যেন আমার সব সৃষ্টি ধ্বংস করা হয়', উইল করলেন কবির সুমন!

Last Updated:

সুমন এই ইচ্ছেপত্রে তাঁর মৃত্যু পরবর্তী সমস্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব দিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন মৃন্ময়ী তোকদারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা গান ঘুরে দাঁড়িয়েছিল তাঁকে পেয়ে। সাহিত্য-সাংবাদিকতার পরিসরেও তিনি আর বার বইয়ে দিয়েছেন খোলা বাতাস। '৯০ পরবর্তী বাংলা ও বাঙালির আইকন কবির সুমন এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর উইল প্রকাশ করলেন। সুমন চান না, মৃত্যু পরবর্তী পর্যায়ে তার কোনও সৃষ্টির কোনও অস্তিত্ব থাকুন। তাঁর যুক্তি, সব ধ্বংস করে যেন ট্রাকে তুলে দেওয়া হয়।
advertisement

সোশ্যাল মিডিয়ায় বিষয়টির অবতারণা করে সুমন লিখেছেন, খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর। খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভাল মন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি। ফেসবুকে, যাতে অনেকেই এটা জেনে যান। অনুগ্রহ করে আবেগের বশবর্তী হবেন না, উপদেশ পরামর্শ দেবেন না। আমি আমার কাজ করে যাচ্ছি, যাবো। আমার জীবনে কোনও হতাশা, দু:খ, ব্যর্থতাবোধ, অবসাদ নেই। আমি সানন্দে বেঁচে আছি, আমার কাজ করে যাচ্ছি। আমার জীবনে ভালবাসা কামনা কাম লালসা আনন্দ স্ফুর্তি মজা রঙ্গরগড় হাসাহাসি নিভৃত কান্না কাজ অধ্যবসায় নিয়মিত রেয়াজ পরিশ্রম সৃজনশীলতা সবই আছে। প্রয়াত খুশওয়ান্ত সিং তাঁর ' দি এণ্ড অফ ইণ্ডিয়া' গ্রন্থে লিখেছিলেন - "কাজই ধর্ম"। আমি তাইই মনে করি। আমার ধর্ম কাজ। প্রতিনিয়ত আমি আমার কাজ করে যাচ্ছি, অর্থাৎ স্বধর্ম পালন করছি। আমি জানি আমি সানন্দে,খুশি মনে মারা যাবো। আমি বেঁচে আছি বাংলা খেয়াল বাংলা গান সুরতালছন্দলয়, আমার স্বভাবসিদ্ধ ভালবাসা কাম কামনা খামখেয়ালিপনা inconsistency এক ধরণের ক্ষ্যাপামি আর সুরতাললয়ে থেকে মৃত্যুর অপেক্ষায়। অন্য কোনও বিষয়ে আমি নেই। "

advertisement

এর পর উইলটিতে তিনি লিখছেন, আমার মৃত্যুর পর যেন দেহ দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনও স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডলিপি, গান, স্বরলিপি, পেনড্রাইভ, হার্ড ডিস্ত, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সমস্ত যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।"

advertisement

নয়ের দশে বাংলা গানের জগতে পা রাখেন সুমন। তাঁর সেই আসা বাংলা গানের খোলনলচে বদলে দিয়েছিল। ২০০৭ পরবর্তী সময়ে নন্দীগ্রাম জমি আন্দোলনকে কেন্দ্র করে তাঁর রাজনীতির প্রাঙ্গনে আসা। যাদবপুর কেন্দ্র থেকে একবার জিতে সাংসদও হন সুমন। পাশাপাশি বজায় থেকেছে সঙ্গীতচর্চা। সুমনের রাজনৈতিক অবস্থান বিজেপি বিরোধী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সুমন এই ইচ্ছেপত্রে তাঁর মৃত্যু পরবর্তী সমস্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব দিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন মৃন্ময়ী তোকদারকে। মৃন্ময়ী সেই আর্জি মানকে সম্মতও হয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমার মৃত্যুর পর যেন আমার সব সৃষ্টি ধ্বংস করা হয়', উইল করলেন কবির সুমন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল