ইডি-র দাবি, অর্পিতাকে উত্তর ২৪ পরগনার একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। টিকিটে না করে দেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। সে কারমে মনক্ষুণ্ণ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কামারহাটি পুরসভার একটি আসন থেকে লড়তে চেয়েছিলেন অর্পিতা। তাঁর হয়ে আবেদন করেছিলেন তৎকালীন তৃণণূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তা নাকচ করে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
যদিও বাকিবুর রহমান ঘনিষ্ঠ ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের। আর সেই বাকিবুরের প্রযোজিত সিনেমা ‘ম্যানগ্রোভ’-এ অভিনয় করেছিলেন অর্পিতা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের ১০০টির বেশি পুরসভায় পুরভোট হয়েছিল। সেই পুরভোটে কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়ে দলের কাছে দরবার শুরু করেছিলেন পার্থ।
আরও পড়ুন: হাসপাতাল থেকে এল সর্বশেষ আপডেট! রাত বাড়ছে, জ্যোতিপ্রিয়কে নিয়ে জল্পনাও বাড়ছে
যদিও ওই উদ্যোগ শুরু হয়েছিল পুরভোটের অনেক আগে থেকেই। নির্বাচনে লড়ার জন্য কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন অর্পিতা। প্রার্থীতালিকা ঘোষণার আগে পর্যন্ত বান্ধবীর টিকিটের জন্য চেষ্টা চালিয়েছিলেন পার্থ। তদন্তে আপাতত সেগুলোও নজরে আসছে কেন্দ্রীয় এজেন্সির।
আবীর ঘোষাল