TRENDING:

Jyotipriya Mallick: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল

Last Updated:

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভাল নয় বলেই দাবি করলেন খোদ মন্ত্রী। শুক্রবার ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময়ই নিজের শারীরিক অবস্থা নিয়ে যা মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়, তা রীতিমতো আশঙ্কার।
জ্যোতিপ্রিয়র শরীর ভাল নেই
জ্যোতিপ্রিয়র শরীর ভাল নেই
advertisement

জ্যোতিপ্রিয় বলেন, ”আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার। আমি আপনাকে বলছি আমি হাসপাতালে যাচ্ছি। সুচিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ১৩ তারিখ দেখা হবে। ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে।”

আরও পড়ুন: রেশনে কত কোটির দুর্নীতি হয়েছে বাংলায়? ইডির দাবি যা, শুনলে চমকে ওঠা ছাড়া উপায় থাকবে না

advertisement

প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। যদিও আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় জানিয়ে দিয়েছিলেন, জ্যোতিপ্রিয় একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।

advertisement

আরও পড়ুন: স্করপিও গাড়ির ভিতরে ওরা কী করছে! ঘিরে ধরল পুলিশ, তারপর ঘটল সেই ঘটনা, অবাক পিংলা

তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি আদালতে যাওয়ার পথে তিনি দাবি করেছিলেন, তিনি মুক্ত। আদালত তাঁকে ছাড়ল বলে। কিন্তু ছাড়া পাননি মন্ত্রীমশাই। ফের তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর সেই হেফাজতে থাকাকালীনই মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তখনই নিজের শরীর নিয়ে আশঙ্কা প্রকাশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল