ইডির আইনজীবীর তরফে জানানো হয় রেশন দুর্নীতি মামলায় ১০ দিন ইডি হেফাজত দেওয়া হয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সময় উনি হাসপাতালে ছিলেন। তাই এবার আরও ৭ দিনের জন্য ইডি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নয়…! ভারতে সব থেকে বেশি মাছ খায় কোন রাজ্য বলুন তো? চমকে দেবে রিপোর্ট
advertisement
প্রসঙ্গত, শুক্রবার রুটিন স্বাস্থ্যপরীক্ষায় যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সকালে আদালতে যাওয়ার পথে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন আদালতে যাওয়ার আগে ফের স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: জিলিপিতে প্যাঁচ থাকে কেন…? ৯৯% মানুষই প্রশ্ন শুনে হোঁচট খান! আপনি জানেন ‘সঠিক’ উত্তর?
ইডির দফতর সিজিও কমপ্লক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় আজ সকালেই তিন বার বলেন, ‘আমি নির্দোষ’। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি মুক্ত হবেন?’। জোত্যিপ্ৰিয় বলেন, ‘ভাল নেই আমি। কোর্টে যাচ্ছি। আমি নির্দোষ। যা করেছে অনৈতিক কাজ করেছে। কোর্টে নিশ্চয়ই কোনও ভাবে মুক্তি দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষ।’