রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া ছিল ইডি৷ জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান চক্রী, তা বোঝাতে বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও দাবি করেছিল ইডি৷ রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয়র ভূমিকা বোঝাতে গিয়ে ইডি-র আইনজীবী বলেছিলেন, ‘গঙ্গা, ভাগীরথী ও অন্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। চাল বিক্রি থেকে গম বিক্রি, রেশন দুর্নীতির টাকা এসেছে তাঁর কাছে। টাকা এসেছে তাঁরই পরিচালিত তিন সংস্থায়। ওই তিন সংস্থায় তাঁরই লোক বসে। অ্যাকাউন্টও খোলা হয়েছে তাঁরই পরিচিত লোকেদের নিয়ে৷”
advertisement
আরও পড়ুন: বাংলাদেশের রাশ এবার কার হাতে যাবে? বুধে বেরল একটি রায়, মোটামুটি ঠিক হয়ে গেল বাংলাদেশের ‘ভবিষ্যৎ’!
ইডি-র পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছিল, জ্যোতিপ্রিয়ই এই গোটা দুর্নীতির রিংমাস্টার ছিলেন৷ আড়ালে থেকেই গোটাটা পরিচালনা করেছেন তিনি৷ যে সময় এই রেশন দুর্নীতি হয়েছে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ক্ষমতাশালী ছিলেন বলে আদালতে সওয়াল করেন ইডি-র আইনজীবী৷
প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বেশ কয়েকজন জামিন পেয়েছেন৷ অসুস্থতার কারণ দেখিয়ে অনেক দিন ধরেই আদালত থেকে জামিন পাওয়ার চেষ্টা করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও৷ যদিও দীর্ঘদিন প্রাক্তন মন্ত্রীর সেই চেষ্টা সফল হয়নি৷ কিন্তু অবশেষে সেই জামিন পেয়েই গেলেন।