পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতেই যাঁরা থাকেন তাঁদের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেইসময় গেটের বাইরে অনেকক্ষণ তাঁর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে অপেক্ষা করছিল যুবক। হাবড়ার জয়গাছির বাসিন্দা বলেই নিজের পরিচয় দেয় ওই যুবক। নাম পাপন দাস।
আরও পড়ুন: ১টি কিডনি নিয়ে মানুষ কতদিন বাঁচতে পারেন জানেন…? শুনলেই চমকাবেন ‘উত্তরে’!
advertisement
অভিযোগ, এরপরে ভিতরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করার নাম করে ঢুকেই দু-একটা কথাবার্তার পরেই আচমকা প্রাক্তন মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পরে এলোপাহাড়ি কিল-চড় মারতে শুরু করে ওই যুবক। উপস্থিত সকলে এই ঘটনায় স্বভাবতই হতচকিত হয়ে যান। এর পরেই যুবককে ধরে ফেলার চেষ্টা করতেই সে দৌড়ে পালিয়ে যায়।
বিধাননগর পুলিশ থানায় খবর দেওয়া হতে কিছুক্ষণেই বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে। জানা যায়, ছেলেটির নাম পাপন দাস। কী কারণে এই রকম অতর্কিত হামলা চালায় ওই যুবক? এর পিছনে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার কোনও পূর্ব পরিচয় আছে কিনা সেইসব বিষয়ে এখন বিস্তারিত কিছু জানা যায়নি।
