এ দিন ভোররাতে গ্রেফতার় করার পর জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করায় ইডি৷ এর পর বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ কিন্তু বিচারক জামিনের আর্জি খারিজ করে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরই আদালতের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন জ্যোতিপ্রিয়৷ চেয়ার থেকে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির দাবি জানাতে থাকেন মন্ত্রীর আইনজীবীরা৷
advertisement
আরও পড়ুন: মেরুন ডায়েরির ভিতরে বালুদার নাম, সঙ্গে হিসেব! আদালতে বিস্ফোরক অভিযোগ ইডি-র
ইডি-র পক্ষ থেকে পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিককে কম্যান্ড হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়৷ শেষ পর্যন্ত মন্ত্রীর পরিবারের সদস্যদের অনুরোধেই জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তে সম্মতি দেন বিচারক৷ যেহেতু ওই হাসপাতালেই আগে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হয়েছে, তাই ওই হাসপাতালকেই বেছে নেন মন্ত্রীর পরিবারের সদস্যরা৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিককে পরীক্ষা করেন ইন্টার্নাল মেডিসিন, কিডনি, হৃদরোগ এবং স্নায়ুরোগ সংক্রান্ত বিশেষজ্ঞরা৷ মন্ত্রীর সি টি স্ক্যান, এমআরআই এবং বেশ কিছু রক্ত পরীক্ষা করানো হয়৷ এর পরেই মন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হাইপার টেনশন, কিডনি সহ একাধিক সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে৷ মন্ত্রীর সুগারের সমস্যা বেড়েছে। তাঁর শরীরে মাথা ঘোরা, বমি ভাব, শারীরিক দুর্বলতা রয়েছে। পরীক্ষা করে শারীরিক অন্যান্য জটিলতাও ধরা পড়েছে তাঁর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণ করা দরকার। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
তবে হাসপাতাল চত্বরেও মন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি৷ অনুমতি ছাড়া কেউই যাতে মন্ত্রীর কাছে যেতে না পারেন, তা নিশ্চিত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই কারণে হাসপাতালের ভিতরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷