TRENDING:

Panchayat election 2023: 'এত রক্তপাত হলে ভোট বন্ধ করে দিন!' ভাঙড় নিয়ে মামলার রায় দিতে গিয়ে ক্ষোভ বিচারপতির

Last Updated:

এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ওই ১৯ জন সিপিএম প্রার্থীকেই ভোটে লড়ার সুযোগ দিতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ে ১৯ জন সিপিএম প্রার্থী যথাযথ মনোনয়ন জমা দিলেও গত ১৯ তারিখ থেকে তাঁদের নাম রাজ্য নির্বাচন কমিশের ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ৷ এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই সিপিএম প্রার্থীরা৷
ভোট নিয়ে বেলাগাম হিংসায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা৷
ভোট নিয়ে বেলাগাম হিংসায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement

এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ওই ১৯ জন সিপিএম প্রার্থীকেই ভোটে লড়ার সুযোগ দিতে হবে৷ পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে লাগামছাড়া অশান্তি চলছে, তা নিয়ে রীতিমতো ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেন বিচারপতি সিনহা৷

আরও পড়ুন: ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট! ফের ধাক্কা কমিশনের, নির্দেশ হাইকোর্টের

advertisement

ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের পক্ষে লজ্জার। যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয় যে প্রার্থীরা সময় মতো মনোনয়ন পেশ করতে পারবেন না, তাহলে তাঁদের অতিরিক্ত সময় তো দিতেই হবে।’

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

পাল্টা রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়, রাজ্যের মাত্র ৮টি ব্লকে অশান্তি হয়েছে৷ বাকি সর্বত্রই ভোট শান্তিপূর্ণ হয়েছে৷ ১৯৯৯ সালে পঞ্চায়েত ভোটে অশান্তির উদাহরণও দেন রাজ্যের আইনজীবী৷ বোঝানোর চেষ্টা করা হয়, অতীতে আরও বেশি অশান্তি হত পঞ্চায়েত ভোটে৷ একথা শুনেই বিচারপতি সিনহা বলেন, ‘১৯৯৯ সালে কি হয়েছিল, ২০০৩ সালে কী হয়েছিল সেসব কথা বলবেন না। আমার কাছে মামলা আসছে যেখানে দেখা যাচ্ছে মানুষদের মারধর করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এসব কী?’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: 'এত রক্তপাত হলে ভোট বন্ধ করে দিন!' ভাঙড় নিয়ে মামলার রায় দিতে গিয়ে ক্ষোভ বিচারপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল