শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে, সেটাও মানা হচ্ছে না।
advertisement
জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাঁদের কথায়, ”আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হল আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। কিন্তু দিকেদিকে শাসক দলের নেতা, স্বাস্থ্য সিন্ডিকেটের নানা মাথার হুঁশিয়ারি দিচ্ছে, এই সব সাহস কোথা থেকে পাচ্ছে?”
জুনিয়র চিকিৎসকরা বলেন, ”রবিবার রিলে মশাল মিছিল হবে। আরজি করের চিকিৎসক খুন, সাগর দত্তের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করা হবে। আর মহালয়াতে হবে মহামিছিল। আমাদের আন্দোলন যা হবে এবার শাসক এবার ভয় পাবে।”