আজ, বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানালেন আন্দোলনকারী চিকিত্সকদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। হাসপাতাল থেকে তাঁকে ডিসচার্জও করা হল। হাসপাতাল থেকে বেরিয়েই আন্দোলন নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী চিকিত্সক অনিকেত মাহাতো।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
advertisement
অনিকেতের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে আরজি কর হাসপাতালের সিসিইউ ইন-চার্জ প্রফেসর সোমা মুখোপাধ্যায় এদিন জানালেন, ‘‘অনিকেত বৃহস্পতি বার ভর্তি হন। ফাস্টিং(খাবার না খাওয়ায়) ও জলের ঘাটতি জন্য অসুস্থ হয়েছিলেন। বিশ্বজিৎ মজুমদার (কার্ডিও লজি হেড-সহ বাকিরা ) এই বোর্ড মেম্বাররা খতিয়ে দেখে সঙ্কটজনক ছিল। আমরা সিসিইউ-তে রাখি। আজ দ্বিতীয় বার বোর্ড গঠন করি। বিপি(রক্তচাপ) ও অক্সিজেন সব ঠিক আছে।’’
চিকিত্সকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি ঠিক হয়নি। অনশন না করারই পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ১ সপ্তাহ পর ফের চেক আপ করাতে হবে। তবে আন্দোলন থেকে মোটেই সরবেন না অসুস্থ অনিকেত।
আরও পড়ুন: শুধু সকালে এক গ্লাস জলে…থাইরয়েড, ডায়াবেটিস, পিসিওএস, অ্যাসিডিটি, এক মশলাতেই ‘বধ’ হাজার সমস্যা!
তিনি জানালেন, ‘‘আন্দোলনে যাঁরা সহযোদ্ধারা আছেন ১০ দফা দাবী নিয়ে দ্রুততার সঙ্গে করা দরকার পদক্ষেপ। এই আন্দোলন এর তবেই সফল হবে। ২, ৩ অভয়া যেন না হয়। শারীরিক অবস্থা দিক থেকে কিছু ফলো করতে বলেছে সেটা করব। অনশন চলছে, রাজ্য প্রশাসন হস্ত ক্ষেপ করা দরকার।’’