সেই জয়দীপ ঘোষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। অতীতেও এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের গেট আটকানোর অভিযোগ উঠেছিল।
শুধু তাই নয়, ২০১৮ সালের মহালয়ার দিন হোস্টেলের কয়েকজন পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সময় তদন্ত কমিটি ও গঠন হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টে ও কার্যত দোষী সাব্যস্ত করা হয়েছিল এই জয়দীপ ঘোষকে। কিন্তু তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি।
advertisement
আরও পড়ুন – Chandrayaan 3: ফের এল টাটকা তাজা চাঁদের ছবি, মিশন কি শুধু ফটো তুলতেই গেছে, নাকি আছে বড় দায়িত্ব
যদিও সেই সময় জয়দীপ ঘোষ অভিযোগ অস্বীকার করলেও সেই সময় উপস্থিত থাকা একাধিক পড়ুয়া জয়দীপ ঘোষকে দায়ী করেছিল সেই ঘটনার পিছনে। সেই সময় জয়দীপ ঘোষকে শাস্তি দেওয়া গেলে হয়ত আজকে হোস্টেল আটকানোর সাহসও করত না। সেই সময়ের তদন্ত কমিটির সদস্য ছিলেন বর্তমান জুটার সম্পাদক পার্থপ্রতিম রায়।
Somraj Bandopadhay