TRENDING:

JU Arrest: স্বপ্নদীপের মৃত্যুর আগে ক্রমাগত মানসিক চাপ দিয়েছিল দীপশেখর-মনোতোষ, চাঞ্চল্যকর দাবি পুলিশের

Last Updated:

JU Arrest: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই। এ নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে দীপশেখর দত্ত, বয়স ১৯। যাদবপুরের অর্থনীতি বিভাগের অর্থনীতি বিভাগের ছাত্র দীপশেখর। গ্রেফতার করা হয়েছে মনোতোষ ঘোষকেও, তার বয়স ২০। মনোতোষও যাদবপুরের সোশিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত আরও ২
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত আরও ২
advertisement

পুলিশের দাবি, স্বপ্নদীপ কুণ্ডর মৃত্যুর আগে মানসিক ভাবে চাপ সৃষ্টি করেছিল এই দুই ছাত্র। মনোতোষের গেস্ট হিসেবেই স্বপ্নদীপ যাদবপুরের মেন হস্টেলে ছিলেন। জানা গিয়েছে, আগেই গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীই প্রথম স্বপ্নদীপকে হস্টেলে জায়গা পাইয়ে দেবে আশ্বাস দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: স্বপ্নদীপের মৃত্যু কি র‍্যাগিংয়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই কড়া পদক্ষেপের পথে উচ্চ শিক্ষা দফতর

advertisement

সৌরভ প্রাক্তনী হওয়ার জন্য হস্টেলে তার নামে কোনও রুম অ্যালোটেড ছিল না। তাই তিনি স্বপ্নদীপকে মনোতোষের গেস্ট হিসেবে রেখেছিলেন। রবিবার গ্রেফতার হওয়া দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়ায় এবং মনোতোষ ঘোষের বাড়ি হুগলির আরামবাগে। দীপশেখর ও মনোতোষের পরিবারের দাবি, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় কোনও ভাবেই ছেলেরা জড়িত থাকতে পারে না।

আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা! স্বপ্নদীপের মৃত্যুর রাতে ভয়ঙ্কর কাণ্ড

advertisement

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন সৌরভকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে আগামী ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অমিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Arrest: স্বপ্নদীপের মৃত্যুর আগে ক্রমাগত মানসিক চাপ দিয়েছিল দীপশেখর-মনোতোষ, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল