পুলিশের দাবি, স্বপ্নদীপ কুণ্ডর মৃত্যুর আগে মানসিক ভাবে চাপ সৃষ্টি করেছিল এই দুই ছাত্র। মনোতোষের গেস্ট হিসেবেই স্বপ্নদীপ যাদবপুরের মেন হস্টেলে ছিলেন। জানা গিয়েছে, আগেই গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীই প্রথম স্বপ্নদীপকে হস্টেলে জায়গা পাইয়ে দেবে আশ্বাস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: স্বপ্নদীপের মৃত্যু কি র্যাগিংয়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই কড়া পদক্ষেপের পথে উচ্চ শিক্ষা দফতর
advertisement
সৌরভ প্রাক্তনী হওয়ার জন্য হস্টেলে তার নামে কোনও রুম অ্যালোটেড ছিল না। তাই তিনি স্বপ্নদীপকে মনোতোষের গেস্ট হিসেবে রেখেছিলেন। রবিবার গ্রেফতার হওয়া দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়ায় এবং মনোতোষ ঘোষের বাড়ি হুগলির আরামবাগে। দীপশেখর ও মনোতোষের পরিবারের দাবি, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় কোনও ভাবেই ছেলেরা জড়িত থাকতে পারে না।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন সৌরভকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে আগামী ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
অমিত সরকার