TRENDING:

Jago Bangla And Joy Goswami: 'রোগক্লিষ্ট শহরটার সেবা শুশ্রূষা অনেকটা হয়েছে', পুরভোটের মুখে জাগোবাংলায় লিখলেন জয় গোস্বামী

Last Updated:

Joy Goswami: বামেদের সমালোচনা, সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের প্রশংসা, উল্লেখ নেই 'শোভন' অধ্যায়ের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাতে ঠিক দিন সাতেক। পুরো ভোটের  আগে তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় (Jago Bangla) কলম ধরলেন সাহিত্যিক জয় গোস্বামী (Joy Goswami)।  তৃণমূল কংগ্রেসের (TMC) পুর প্রশাসনের ভূমিকা নিয়ে লিখলেন তিনি৷ 'অনর্গল অগ্রসরমানতা' এই শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছে জাগোবাংলার সম্পাদকীয়তে। সাহিত্যিক জয় গোস্বামী তার লেখার ভূমিকায় উল্লেখ করেছেন,  কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক নিরবচ্ছিন্ন অগ্রগতির কথা। কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীনে থাকা মানেই উন্নয়নের ধারার অফুরান প্রবাহ, তাঁর লেখার কথাবস্তু তাই।
ফাইলচিত্র
ফাইলচিত্র
advertisement

শুধু নাগরিক স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে নয়, সংস্কৃতিক মননের অবাধ ডানা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পুর প্রশাসন, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন রানাঘাট থেকে কলকাতায় আসা জয় গোস্বামী৷ তার লেখায় এক দিকে বামেদের সমালোচনা করেছেন তিনি, অন্য দিকে প্রশংসা করেছেন প্রাক্তন দুই মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের। তবে একেবারের জন্যেও দেখা যায়নি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম। সত্যজিৎ রায় শতবর্ষে স্মারক গ্রন্থ প্রকাশকে কেন্দ্র করে ফিরহাদের ভূমিকার উদাহরণ দিয়েছেন তিনি। জয় গোস্বামী লিখেছেন, ‘বইটি মুদ্রণের সময় কিছু সমস্যা দেখা দেয়। মহানাগরিকের ব্যক্তিগত প্রচেষ্টায় তা কেটেও যায়।’

advertisement

আরও পড়ুন:'কলকাতার ১০ দিগন্ত'-তে তৃণমূল, তিলোত্তমার ভোল পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি

অগ্রিম ঘোষণা না হলেও, কলকাতা পুরভোটে তৃণমূলের মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম। তাই দলীয় মুখপত্রে কবির এই  প্রশংসা ভীষণরকম ‘তাৎপর্যপূর্ণ’। ফিরহাদ হাকিমের পাশাপাশি জয় গোস্বামী মহানাগরিক হিসাবে সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন। এ ক্ষেত্রেও উদাহরণ দিয়ে প্রয়াত প্রাক্তন মেয়র সম্পর্কে লিখেছেন, 'সুব্রত মুখোপাধ্যায় এই মহানগরীর ভূপৃষ্ঠের উপরিভাগের যত খোঁজখবর রাখতেন, ভূগর্ভস্থ কলকাতার হালহকিকত সম্পর্কে ততটাই ওয়াকিবহাল ছিলেন।' লেখা জুড়ে গত দশ বছরে পুরসভার বিভিন্ন কাজের প্রশংসা করেন তিনি। এই সব কাজের পিছনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রয়েছে, তাও তিনি উল্লেখ করেছেন।

advertisement

আরও পড়ুন:লক্ষ্য শিল্প স্থাপন, বাংলার জেলায় জেলায় বড় পদক্ষেপ রাজ্যের!

লেখায় বাম-জমানার তীব্র সমালোচনা করেছেন তিনি। জয় গোস্বামী লিখেছেন, ‘সমাজের সর্বস্তরে নিজেদের ক্ষমতা কায়েম করার নেশায় বুঁদ হয়ে দম্ভ আর আত্মতুষ্টির ফাঁদে পড়ে স্তাবকদের আনুগত্যকে স্থিক ভেবে নিয়ে ভুয়ো ভালোতে গা ভাসিয়েছিলেন। আর সত্যিকারের বন্ধু যারা চোখে আঙ্গুল দিয়ে ভুল দেখিয়েছিল, তাদের ষড়যন্ত্রকারী ভেবে ঐতিহাসিক ভুল করেছিলেন। তাতে যা হওয়ার তাই হয়েছিল। জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছেন।’ তাঁর মতে তৃণমূলের পুর প্রশাসনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তিনি লিখেছেন, "কেউ আত্মতুষ্টিতে গা ভাসাননি। সেটাই আশার কথা!"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Abir Ghoshal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jago Bangla And Joy Goswami: 'রোগক্লিষ্ট শহরটার সেবা শুশ্রূষা অনেকটা হয়েছে', পুরভোটের মুখে জাগোবাংলায় লিখলেন জয় গোস্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল