ওবিসি ক্যাটাগরিতে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪১৬ জন, ওবিসি বি ৩১৯ জন। তপশিলি জাতি উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৯০১ জন, তপশিলি উপজাতি পরীক্ষার্থীর উত্তীর্ণ সংখ্যার ২৪৭ জন। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে এবার প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্য থেকে ১৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। একজন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থী ও এবারে সেটে সাফল্য পেয়েছে।
আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন
advertisement
প্রায় ৭০ দিনের মাথায় এবার কলেজ সার্ভিস কমিশন স্টেট এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশ করল। অন্যদিকে ইতিমধ্যেই অধ্যাপক নিয়োগের ও প্রক্রিয়া প্রায় শেষের দিকে কলেজ সার্ভিস কমিশনের। একাধিক বিষয়ের প্যানেল বা মেধাতালিকায় ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। যদিও কয়েকটি বিষয়ের প্যানেল বা মেধা তালিকা প্রকাশ এখনো বাকি রয়েছে বলেও জানা গেছে। ভোটের আগে তার মধ্য থেকে কয়েকটি বিষয়ের প্যানেল ও প্রকাশ করে দিতে পারে কলেজ সার্ভিস কমিশন বলেও সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রে দাবি এখনো পর্যন্ত প্রায় এক হাজারের কাছাকাছি অধ্যাপক নিয়োগ করতে পেরেছে বিভিন্ন কলেজে কলেজে কলেজ সার্ভিস কমিশন।
আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর একমাত্র কোন দেশ, যার কোনও রাজধানী নেই? নামটা শুনেই চমকে উঠবেন গ্যারান্টি
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর গত দু’বছর ধরেই অধ্যাপক নিয়োগের এই প্রক্রিয়া চালাচ্ছে কমিশন। সেক্ষেত্রে এখনও যে কয়েকটি বিষয়ের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ বাকি রয়েছে, তাও খুব শীঘ্রই প্রকাশ করতে পারে কলেজ সার্ভিস কমিশন। যদিও কয়েকটি বিষয় এখনও ইন্টারভিউ প্রক্রিয়া বাকি রয়েছে। অর্থাৎ পুরোপুরি শেষ করতে পারেনি ইন্টারভিউ। তবে তাও দ্রুততার সঙ্গেই করা হচ্ছে বলেই কমিশন সূত্রে দাবি।