আরও পড়ুনঃ শহরের নয়া আড্ডাস্থল, কলকাতার প্রথম ‘ফুড স্ট্রিট’! গান শোনা থেকে পেটপুজো সব এক জায়গা
কলকাতা পুলিশের এরকম সচেতনতা প্রচার সাধারণ মানুষকে আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় পথ নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন তৈরি করেছে তাঁরা। যা শাহরুখ খানের সাম্প্রতিক সিনেমা জওয়ানের একটি দৃশ্য থেকে তৈরি। কলকাতা পুলিশ একটি ছবি পোষ্ট করে, যেখানে শাহরুখ খান একপাশে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন। অন্য পাশে সম্প্রতি মুক্তি পাওয়া জওয়ান ছবির একটি দৃশ্য। সেখানে সারা মুখে ব্যান্ডেজ বেধে বসে আছেন তিনি। উপরে ক্যাপশনে লেখা, ‘হেলমেট ছাড়া দেখালে তেজ, JAWAN এর কপালে ব্যান্ডেজ’।
advertisement
এই সৃজনশীল দৃষ্টিভঙ্গি মনোযোগ আকর্ষণ করেছে। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। ‘পাঠান’-এর পর ফের পর্দায় শাহরুখ ম্যাজিক। বহু অপেক্ষা পর অবশেষে গত ৭ সেপ্টম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। এবার সেই ছবি ব্যবহার করা হল জনস্বার্থ প্রচারে।