advertisement
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে একটি বিবৃতিও দিয়েছেন রাজ্যপাল। লিখেছেন, ‘রাজ্যে প্রত্যেক দিনই বাড়ছে ভোট পরবর্তী হিংসা। সর্বত্রই প্রতিহিংসার ঘটনা দেখা যাচ্ছে। ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যে জায়গায় পৌঁছেছে, তা অকল্পনীয়।' তিনি লেখেন, 'লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। রাজনৈতিক হিংসার পাশাপাশি চলছে সামাজিক বয়কট, এমনকি প্রাপ্য সুযোগ সুবিধে থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে।'
রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয় ৷ তবে নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে সেই সংঘাত আরও তীব্র হয়েছে৷ বারবার রাজ্য প্রশাসনকে একহাত নিতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে৷ রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷ এ ব্যাপারে প্রশাসনিক নজরদারি সেভাবে নেই বলেও মমতা সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে বিবৃতিতে গত ১৭ মে-র ঘটনারও উল্লেখ করেছেন রাজ্যপাল। নারদ মামলায় রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার নিয়ে সিবিআইয়ের দফতরের বাইরে যা ঘটেছিল, তার প্রসঙ্গ টেনেছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ধরনার বিষয়টিও উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ভোটের ফলের পর থেকেই বিজেপির আনা রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের যে সব এলাকায় হিংসার ঘটনা বেশি ঘটেছে, সেখানে গত মাসে সফরেও গিয়েছিলেন তিনি। এদিনের ট্যুইট বার্তায় 'হিংসার ঘটনায় পুলিশ প্রশাসনেরও মদত রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলেই পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনিক স্তরে। আর সেই কারণেই ভোট পরবর্তী হিংসা রুখতে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তা জানতেই মুখ্যসচিবকে তলব করেছেন তিনি।
