১) চার নম্বর গেটের সিসিটিভি ফুটেজ ও ইউজি আর্টস বিল্ডিংয়ের দেওয়ালে লাগানো (যার মুখ আছে চার নম্বর গেটের দিকে) ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এক্সজামিন করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা হবে তরুণীর গতিবিধি। তরুণীর ঢোকার আগে বাথরুমের দিকে কেউ গিয়েছিলেন কি না? গেলে কতক্ষণ তরুণী ঢোকার আগে বেরিয়ে এসেছিলেন কি না?
advertisement
২। যে তিনজন পড়ুয়া প্রথম দেখেন ওই তরুণী জলে পড়ে আছেন। এবং যিনি উদ্ধার করেছিলেন ও ঘটনাস্থলে যে সমস্ত পড়ুয়া এসেছিলেন ঘটনা জানার পর তাদের বক্তব্য রেকর্ড করা হবে। তাঁদের বক্তব্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না দেখা হবে।
আরও পড়ুনঃ বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব”
৩। তরুণীর মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোনের কল ডিটেলস, চ্যাট হিস্ট্রি, ফটো গ্যালারি এক্সজামিন করা হবে। তাতে কোনও সন্দেহভাজন কিছু আছে কিনা
৪। কেপিসি হাসপাতালের যে চিকিৎসক তরুনীকে দেখে মৃত বলে জানিয়েছিলেন, তাঁর সাথে কথা বলা হবে
৫। ময়না তদন্তকারী চিকিৎসক অর্থাৎ কাঁটাপুকুর পুলিশ মর্গের অটোপসি সার্জনের সাথে কথা বলা হবে। তিনি ইতিমধ্যেই ঘটনাস্থল পরীক্ষা করেছেন
৬। ময়না তদন্তের পর ভিসেরা রিপোর্টেও নজর রয়েছে গোয়েন্দাদের। পাকস্থলিতে অস্বাভাবিক কিছু ছিল কি না?
৭। ঘটনাস্থল পরীক্ষা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, তাঁদের সাথে কথা বলবে তদন্তকারীরা
৮। ডামা ক্লাবের সদস্য ও আয়োজকদের সঙ্গে কথা বলা ও জানার চেষ্টা করা হবে বহিরাগত কেউ সেখানে ছিল কিনা?
৯। যদি বহিরাগত কেউ থাকে তাদের চিহ্নিত করে এক্সজামিন করা হবে।
১০। জলের গভীরতা পরীক্ষা করা হয়েছে। গভীরতা পরীক্ষা করে বোঝার চেষ্টা করা হয়েছে জলে ডুবে মৃত্যু সম্ভব কি না এবং কী ভাবে জলে পড়লেন তরুণী । দুর্ঘটনাবশত না কি ধাক্কা দেওয়া হয়েছে- এটা বোঝার জন্য কতটা দূরে পড়েছিলেন এবং কী অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে