এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যদের সামনে এল একাধিক পড়ুয়ার জবানবন্দি। আর সেই জবানবন্দি থেকেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনার দিন সন্ধের পর থেকেই ছাত্রটিকে মানসিকভাবে উত্যক্ত করে তোলা হচ্ছিল। পড়ুয়াদের জবানবন্দিতে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু সত্য়।
রাত ১১টার পর ছাত্রটি এ টু ব্লকের বারান্দায় উঠেছিলেন। তখন তার পরনে ছিল একটি বারমুডা ও গেঞ্জি। সেই সময়ে বিভিন্ন অশ্লীল আওয়াজ শোনা যাচ্ছিল হস্টেলের বারান্দা থেকে। তারপর ছাত্রটির শরীরে কোনও কাপড় ছিল না। একজন পড়ুয়া তদন্ত কমিটির সামনে জানিয়েছেন, এতটাই উত্যক্ত করে তোলা হয়েছিল তাকে যে সে নিজেই তার জামাকাপড় খুলে দেয়।
advertisement
তদন্ত কমিটির সামনে আরেক সিনিয়র আবাসিক জানিয়েছে, সে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল যে নগ্ন হয়ে কার্যত দৌড়াদৌড়ি করছিল। তার শরীরের একাধিক বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে হাত দেওয়া হচ্ছিল বলেও জানাচ্ছেন একাধিক আবাসিকরা। তারপর সে বারান্দা থেকে পড়ে যায়। যে সময় বারান্দা থেকে পড়ে যায় সেই সময় কোন জামাকাপড় ছিল না।