চন্দ্রকোণার খাড়ুশা গ্রামের বাসিন্দা সৌরভ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান৷ বাবা সামান্য কৃষক৷ বহু অর্থকষ্টের সম্মুখীন হয়ে সৌরভকে পড়াশোনা করানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা৷ সৌরভের বাবা নিজেও অসুস্থ৷
আরও পড়ুন: মাটির বাড়ি, চায়ের দোকান থেকেই চলে সংসার যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষের
জানা গিয়েছে, ২০২২ সালের অঙ্কে স্নাতকোত্তর পাশ করেন সৌরভ৷ তারপর বিভিন্ন সরকারি, বেসরকারি জায়গায় চাকরির চেষ্টা করছিলেন৷ এলাকার মানুষ জানাচ্ছেন, স্বভাব শান্ত সৌরভ সব সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন, তার মধ্যেই এই ঘটনা৷
advertisement
আরও পড়ুন: ‘সিনিয়রদের জন্য গাঁজা বানাতে হত’, সহপাঠীর চ্যাটে র্যাগিংয়ের প্রমাণ!
গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের সামনে এক ছাত্রকে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গিয়েছে, এই সৌরভই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ভোর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের৷ মৃত ছাত্রের বাবা গোটা ঘটনার পিছনে ব়্যাগিং-এর অভিযোগ আনেন৷
গত শুক্রবার ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের বিজ্ঞান বিভাগের এই প্রাক্তনীকে৷