এসএফআইয়ের কর্মী সমর্থকদের বিক্ষোভ সমাবেশের জেরে দীর্ঘ সময় স্তব্ধ হয়ে গড়িয়া থেকে গড়িয়াহাট সংযোগস্থাপনকারী নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। এসএফআইয়ের রাস্তা আটকে বিক্ষোভ সমাবেশের দরুন রবিবার ছুটির দিনেও শুরু হয়ে যায় যানজট। মিনিট কুড়ি রাস্তা বন্ধ করে এসএফআইয়ের বিক্ষোভ-সমাবেশে এনএসসি বোস রোডের দুই দিকেই গাড়ির লম্বা লাইন লেগে যায়।
advertisement
এসএফআইয়ের পক্ষ থেকে যাদবপুর ইউনিভার্সিটি লোকাল কমিটির সম্পাদক দেবরাজ দেবনাথ জানান,"কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি দেশের সাধারণ মানুষের জন্য নয়। এই শিক্ষানীতি জন বিরোধী। দেশের পুঁজিপতিদের ছেলেমেয়েদের সুবিধা পাইয়ে দিতেই এই শিক্ষানীতি চালু করছে মোদি সরকার। আমরা এই শিক্ষানীতির তীব্র বিরোধিতা করছি। রবিবারের আন্দোলন প্রতীকী মাত্র।"
আগামী দিনে এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কর্মী-সমর্থকরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানান দেবরাজ দেবনাথ, রিচিক গঙ্গোপাধ্যায়রা।
PARADIP GHOSH
