TRENDING:

Jadavpur University: ঠিক কী ঘটেছিল বুধবার? ছাত্র মৃত্যুতে এবার হস্টেল সুপার-সহ এক পড়ুয়াকে ডেকে পাঠাল যাদবপুর

Last Updated:

রিপোর্ট তলব করেছে ইউজিসি৷ তাই সোমবার বৈঠক বসলেন যাদবপুরের অন্তবর্তী তদন্ত কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যেরা৷ ডিন অফ স্টুডেন্টস, হস্টেল সুপার এবং এক ছাত্রীকে তলব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কাছে একদিনের মধ্যে রিপোর্ট তলব করেছে ইউজিসি৷ তাই সোমবার বৈঠকে বসলেন বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী তদন্ত কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যেরা৷ গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের নীচে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র৷ মাত্র তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিল৷ ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ এনেছেন ওই ছাত্রের বাবা৷ গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী ও বর্তমান দুই ছাত্র মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত৷
advertisement

এদিনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্তর্বর্তী কমিটির বৈঠকে ডিন অফ স্টুডেন্টস এবং মেন হস্টেলের সুপারকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷ এছাড়া, ডাকা হয়েছে এক ছাত্রী সহ একাধিক ব্যক্তিকে। বুধবার রাতে এবং আগের দিনগুলিতে ঠিক কী ঘটেছিল, সে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ এছাড়াও, এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো নিয়েও কথা হতে পারে বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: হাইকোর্টে গড়াল যাদবপুরের ছাত্রমৃত্যুর জের, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির

আগামী বুধবার যাদবপুরে ইউজিসি-র প্রতিনিধি দল আসার কথা৷ ইউজিসি-র গাইডলাইন মেনে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হয়েছে কিনা, বা না নেওয়া হলে, তা কেন হয়নি, এই সমস্ত বিষয় ওই দল জানতে চাইবে বলে সূত্রের খবর৷

advertisement

আরও পড়ুন: মৃত ছাত্রের চিঠিতে লেখা সিনিয়র ‘রুদ্রে’র নাম, কে এই রুদ্র? যাদবপুরের ঘটনায় ‘রাজনীতি’র গন্ধ

এদিন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন তাঁরা৷ তাঁর সঙ্গে দিল্লির অ্যান্টি র‍্যাগিং সেল যোগাযোগ করেছে বলে জানান তিনি৷ তাঁদের মেল-এর উত্তরও দেওয়া হয়েছে রেজিস্ট্রারের তরফে৷ এদিন কথা বলার সময় কার্যত গলা বারী হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

অন্যদিকে, ঘটনার বিচারের দাবিতে অরবিন্দ ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ঠিক কী ঘটেছিল বুধবার? ছাত্র মৃত্যুতে এবার হস্টেল সুপার-সহ এক পড়ুয়াকে ডেকে পাঠাল যাদবপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল