TRENDING:

Jadavpur University VC: সপ্তাহের প্রথম দিনই কাজ শুরু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

Last Updated:

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন চিরঞ্জীব। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অন্য অধ্যাপক ও আধিকারিকেরা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষক নিয়োগের বিষয়টি আগে দেখা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন করা যায় কি না, দেখছি। স্ট্যাটিউট নিয়েও সকলের সঙ্গে কথা বলব।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাঝখানে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর৷ অস্থায়ী উপাচার্যের হাতেই দায়ভার ন্যস্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ অবশেষে, সোমবার স্থায়ী উপাচার্য পেল JU৷ সোমবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্যের পদে দায়িত্বভার গ্রহণ করলেন চিরঞ্জীব ভট্টাচার্য৷
News18
News18
advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে গত ২৯ অক্টোবরই স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশিকা পাঠয়ে দেওয়া হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হন আশুতোষ ঘোষ। সরতে হয় শান্তা দত্তকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কাজি নজরুল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।

advertisement

আরও পড়ুন: পুকুরে জাল ফেলছেন রাহুল! জেলেদের মাঝে কোমর জলে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বিহার রাজনীতির সূক্ষ্ম অঙ্ক

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন চিরঞ্জীব। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অন্য অধ্যাপক ও আধিকারিকেরা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষক নিয়োগের বিষয়টি আগে দেখা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন করা যায় কি না, দেখছি। স্ট্যাটিউট নিয়েও সকলের সঙ্গে কথা বলব।”

advertisement

আরও পড়ুন: বুধবারই মোদির সঙ্গে সাক্ষাৎ হরমনপ্রীতদের, বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে অবসর নিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালের মধ্যে স্থায়ী উপাচার্য সুরঞ্জন দাস৷ মাঝে অস্থায়ী উপাচার্যরাই সামলাচ্ছিলেন দায়িত্ব৷ কিন্তু, চলতি বছরের মার্চ মাসে অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দেওয়া হয়৷ তার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল কার্যত অভিভাবকহীন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University VC: সপ্তাহের প্রথম দিনই কাজ শুরু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল