সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে গত ২৯ অক্টোবরই স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশিকা পাঠয়ে দেওয়া হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হন আশুতোষ ঘোষ। সরতে হয় শান্তা দত্তকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কাজি নজরুল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।
advertisement
সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন চিরঞ্জীব। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অন্য অধ্যাপক ও আধিকারিকেরা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষক নিয়োগের বিষয়টি আগে দেখা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন করা যায় কি না, দেখছি। স্ট্যাটিউট নিয়েও সকলের সঙ্গে কথা বলব।”
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে অবসর নিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালের মধ্যে স্থায়ী উপাচার্য সুরঞ্জন দাস৷ মাঝে অস্থায়ী উপাচার্যরাই সামলাচ্ছিলেন দায়িত্ব৷ কিন্তু, চলতি বছরের মার্চ মাসে অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দেওয়া হয়৷ তার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল কার্যত অভিভাবকহীন৷
