পুলিশ সূত্রে খবর, আসানসোলের বাসিন্দা সুমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গরফায় একটি ভাড়া বাড়িতে থাকত ৷ এদিন সন্ধে সাতটা নাগাদ সুবর্ণজয়ন্তী ভবনের একদিকে ভারি কিছু পড়ার আওয়াজ পেয়ে পড়ুয়ারা ছুটে আসেন ৷ সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল সুমন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে সব শেষ ৷
সুমনের বাবা পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সুমন ৷ চরম পদক্ষেপ নেওয়ার আগে বাবার সঙ্গে বেশ কয়েক মিনিট ভিডিও কলে কথা বলে সে ৷ তবে এরকম কোনও কাণ্ড যে তাঁর ছেলে ঘটাতে পারে তা আঁচ করতে পারেনি সুমনের বাবা ৷ তবে কেন অবসাদ, কেনই বা আত্মহত্যার সিদ্ধান্ত নিল এই পড়ুয়া তা এখনও স্পষ্ট নয় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2019 11:15 PM IST