TRENDING:

Jadavpur Student Death: ‘তরুণী ১০টার সময় হেঁটে...’ যাদবপুরে ছাত্রী মৃত‍্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?

Last Updated:

Jadavpur Student Death: সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তরুণী হেঁটে যাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুরে ছাত্রীর মৃত‍্যু ঠিক কীভাবে হয়েছে? মাদকের নেশা থেকেই পুকুরে পড়ে যান তিনি নাকি খুন? সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তরুণী হেঁটে যাচ্ছেন। তরুণীর এই গতিবিধি পরীক্ষা করতে এবার গেট প‍্যাটার্ন করতে চাইছে তদন্তকারীরা।
 ‘তরুণী ১০টার সময় হেঁটে...’ যাদবপুরে ছাত্রী মৃত‍্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?
‘তরুণী ১০টার সময় হেঁটে...’ যাদবপুরে ছাত্রী মৃত‍্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?
advertisement

অর্থাৎ ফুটেজে যে ভাবে তাঁকে হেঁটে চলে বেড়াতে দেখা গিয়েছে, তার মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল কি না জানতেই গেট প‍্যাটার্ন করতে চাইছেন তদন্তকারীরা। ফুটেজে যে ভাবে হাঁটতে দেখা গিয়েছে সেই ভাবেই তরুণী হাটতেন? না কি হাঁটার মধ্যে কোনও পার্থক্য রয়েছে? তা বুঝতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই…বড় ঘোষণা করে দিলেন ব্রাত‍্য বসু

advertisement

তরুণী যেহেতু বেঁচে নেই তাই তার পরিবারের সদস্য বা পরিচিতদের দেখিয়ে যাচাই করা হবে। তরুণীকে জলে পড়ে থাকতে যে তিনজন প্রথমে দেখেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যিনি উদ্ধার করেছেন তিনি-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয়েছে আজ, রবিবার।

আরও পড়ুন: চালের ড্রামে গিজগিজ করছে কালো, সাদা পোকা? ছোট্ট পুঁটলিতে ভরে ফেলে দিন এই জিনিস! ৩ বছরেও একটা পোকা ধরবে না…এখনই সেরা টিপস জেনে নিন

advertisement

সূত্রের খবর, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তরুণী ১০টার সময় হেঁটে বাথরুমের দিকে যান। মিনিট ১০ থেকে ১২ এর মধ্যে তিন জনকে দেখা যায় বাথরুমের দিকে যেতে। দেহ জল থেকে তোলা হয় আনুমানিক ১০:২০ থেকে ১০:২৫-এর মধ‍্যে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Student Death: ‘তরুণী ১০টার সময় হেঁটে...’ যাদবপুরে ছাত্রী মৃত‍্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল