অর্থাৎ ফুটেজে যে ভাবে তাঁকে হেঁটে চলে বেড়াতে দেখা গিয়েছে, তার মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল কি না জানতেই গেট প্যাটার্ন করতে চাইছেন তদন্তকারীরা। ফুটেজে যে ভাবে হাঁটতে দেখা গিয়েছে সেই ভাবেই তরুণী হাটতেন? না কি হাঁটার মধ্যে কোনও পার্থক্য রয়েছে? তা বুঝতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই…বড় ঘোষণা করে দিলেন ব্রাত্য বসু
advertisement
তরুণী যেহেতু বেঁচে নেই তাই তার পরিবারের সদস্য বা পরিচিতদের দেখিয়ে যাচাই করা হবে। তরুণীকে জলে পড়ে থাকতে যে তিনজন প্রথমে দেখেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যিনি উদ্ধার করেছেন তিনি-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আজ, রবিবার।
সূত্রের খবর, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তরুণী ১০টার সময় হেঁটে বাথরুমের দিকে যান। মিনিট ১০ থেকে ১২ এর মধ্যে তিন জনকে দেখা যায় বাথরুমের দিকে যেতে। দেহ জল থেকে তোলা হয় আনুমানিক ১০:২০ থেকে ১০:২৫-এর মধ্যে।