বন্ধুর এমন পরিণতির কথা শুনে চমকে উঠছেন মৃতের পরিবার পরিজনেরা। প্রশ্ন উঠছে, তাহলে কি র্যাগিংয়ের দলে থেকে পরে পরিস্থিতি বেগতিক দেখেই বাঁচাতে গিয়েছিলেন আরিফ? পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহম্মদ আরিফ, আসিফ আফজল আনসারি, অঙ্কন সরকার, অসিত সর্দার, সপ্তক কামিল্যা এবং সুমন নস্কর।
advertisement
ধৃত মহম্মদ আরিফ জম্মুর বাসিন্দা যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া, আসিফ আফজল আনসারি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার যাদবপুরের সংস্কৃতের প্রাক্তন ছাত্র, সপ্তক কামিল্যা এবং সুমন নস্করও যাদবপুরের প্রাক্তনী।
আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা!
ঠিক কী হয়েছিল মৃত্যুর রাতে ওই ছাত্রের সঙ্গে? কেন এমন ঘটনা ঘটল? জানা যায়, গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পান হস্টেলের অন্য ছাত্ররা। তাঁরা ঘর থেকে বেরিয়ে দেখেন, নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ছাত্রটি। হস্টেল সূত্রে খবর, মৃত্যুর আগে অস্বাভাবিক আচরণ করছিলেন ওই ছাত্র। মনে করা হচ্ছে তাঁকে ভয়ঙ্কর র্যাগিং করা হয়েছিল। ঘটনার জোর কদমে তদন্ত করছে কলকাতা পুলিশ।