সূত্রের খবর, সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে বিজেপির সর্বভারতীয় সভাপতি সোজা সড়ক পথে প্রথমে পৌঁছে যাবেন বেলুড় মঠে। তারপর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো পরিদর্শন করবেন নাড্ডা। এরপর বেলা দুটো নাগাদ নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি।
advertisement
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়ার পর এ রাজ্যের কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেপি নাড্ডা। জেপি নাড্ডার বঙ্গ সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই পুজোতে জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার খবর সামনে এসেছিল। তবে জে পি নাড্ডার সফরসূচি চূড়ান্ত হলেও এখনও পর্যন্ত অমিত শাহ এবছর দুর্গাপুজোর বাংলায় আসছেন না বলেই বিজেপি সূত্রের খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 7:21 AM IST