শুক্রবার থেকেই মেঘলা আকাশ ৷ শনিবারও একই পরিস্থিতি ৷ বড়দিনে শীতে জবুথুবু হওয়ার বদলে মোটা সোয়েটার-জ্যাকেটে মোড়া মহানগরীর শরীরে ফুটে উঠছে ঘাম ৷ এক কথায় কড়া শীতে বড়দিন কাটানো এখন অলীক কল্পনায় পরিণত হয়েছে ৷
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৩ ডিগ্রি ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন ৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৫৮৷
advertisement
বড়দিনের পরেও কি শীতের ছোঁয়া পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ? উত্তরে আলিপুর আবহাওয়া দফতরের আশ্বাস, নিম্নচাপ সরলে রবিবার রাতের পর থেকে কমতে পারে তাপমাত্রা ৷
যদিও গত বড়দিনে দশকের উষ্ণতম বড়দিন দেখেছে শহর ৷ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস । এ বড়দিনেও সেভাবে শীতের দেখা মিলছে না শহরে।