বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ কমাতে রাজ্য জুড়ে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলছে নাইট কার্ফু (Night Curfew)। জরুরী পরিষেবা বাদে সেই সময় কোনও ভাবেই রাস্তায় থাকা নিষেধ। তাই রেয়াত করা হয়নি টলিগঞ্জের অভিনেত্রীকেও। নাইট কার্ফু ভাঙার অপরাধে শুক্রবার টলিউড অভিনেত্রী ইশা সাহাকে (Ishaa Saha) আটক করে পুলিশ। জানা যাচ্ছে সেইসময় চালকের কাছে এমনকি ছিল না গাড়ির যথোপযুক্ত কাগজ মায় লাইসেন্সও। শুক্রবার রাতে সল্টলেক ও ই এম বাইপাস সংযোগস্থলে নাকা চেকিং করার সময়, নাইট কার্ফুর নিয়ম লঙ্ঘন করায় একটি লাল গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িতেই ছিলেন ইশা। গাড়ির পেছনের সিটে বসেছিলেন অভিনেত্রী। পরে অবশ্য ফাইন নিয়ে ছেড়ে দেওয়া হয় গাড়িটিকে।
advertisement
অন্যদিকে, নাকা চেকিং চলাকালীন পুলিশকে হুমকি ও বাধা দেওয়ার অভিযোগে এক গাড়িচালককে গ্রেফতার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পুলিশের কাজে বাধা দেওয়াও ও পুলিশকে হুমকি দেওয়ায় দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। এরপরেই কোভিড বিধি লঙঘনের অভিযোগে গতকাল বেশ কয়েকটি মামলা রুজু করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।