এই অবস্থায় আই আর সি টি সি তাদের দীর্ঘ দিনের প্যাসেঞ্জার রিজারভেশন সিস্টেম ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল। এর ফলে ভুয়ো আই-ডি তৈরি করে রেলের টিকিট কেটে রেখে, প্রয়োজনীয় সময় বা উৎসবের সময়ে যে ভাবে অসাধু ব্যবসায়ীরা টিকিট বিক্রির চক্র চালায় তা বন্ধ করতে উঠে পড়ে প্রস্তুত হচ্ছে ভারতীয় রেল। এই কাজ সম্পন্ন করতে পারা গেলে রেলের টিকিটের বিশেষ করে দূরপাল্লার টিকিটের হাহাকার কমে যাবে।
advertisement
আরও পড়ুন - জাতীয় সঙ্গীত গাওয়া মাথায় উঠল ! ইশান কিষাণের কানের কাছে ওটা কী, ভাইরাল ভিডিও
২০১৪ সালে নয়া সফটওয়্যার নিয়ে আসে ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা আই আর সি টি সি। যে সফটওয়্যারের মাধ্যমে মিনিটে ২৮ হাজার টিকিট কাটা সম্ভব হয়৷ এই নেক্সট জেনারেশন ই-টিকিটিং ব্যবস্থার মাধ্যমে অনলাইনে টিকিট কাটা হয়। প্রতিদিন ১৬ লক্ষ আসন সংরক্ষণ করা যায়। গড়ে প্রতিদিন এই পরিমাণ আসন সংরক্ষণ করা যায়৷
আরও পড়ুন - গঙ্গার জলের তোড়ে পড়ে গেলেন মহিলা! দেখামাত্রই জলে ঝাঁপ পুলিশের
আই আর সি টি সি'র কাছে যে ডেটা আছে সেই ডেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ১০ কোটি ইউজার আছে। এর মধ্যে সাত কোটি ৩০ লক্ষ মানুষ প্রতিদিন এই ইউজার ব্যবহার করছে। আর সেই সুযোগেই অনেক ভুয়ো ইউজার ঢুকে পড়েন। আর এই ঢুকে পড়ার নেপথ্যেই আছে একাধিক সফটওয়্যার। যেমন গত তিন বছর আগে রেড মির্চি বলে একটা সফটওয়্যার দিয়ে টিকিট কেটে ভারতীয় রেলের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছিল। আর এখানেই কড়া সুরক্ষা বলয় তৈরি করে ফেলতে চাইছে আই আর সি টি সি।
ABIR GHOSHAL