নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে হিংসা রুখতে গত রবিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয় ৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ওঠে৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় নবান্ন৷
advertisement
যদিও ট্রেন বাতিল চলছে আজও৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ৷ আন্দোলন চলছে বাংলাতেও৷ বিশেষ করে হিংসাত্মক আন্দোলনে বিক্ষোভকারীদের টার্গেট রেলই৷ যার নির্যাস, আজ অর্থাত্ বৃহস্পতিবারও বাতিল ৩২টি ট্রেন৷ তবে চলবে তিনটি ট্রেন৷
আজ থেকে চলবে শতাব্দী এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও দার্জিলিং মেল৷ ট্রেন বাতিলের সঙ্গে বিমান ভাড়াও মাত্রাতিরিক্ত বেশি৷ আজ কলকাতা থেকে বাগডোগরা সর্বোচ্চ ভাড়া ২৫ হাজার টাকা ছুঁয়েছে৷ ফলে বছর শেষের ছুটির মরশুমে চরম দুর্ভোগে পড়েছেন পর্যটকরা৷