TRENDING:

Indian Railways Sealdah Station: আর লেট হবে না ট্রেন, শিয়ালদহে দারুণ ব্যবস্থা শুরু! জানলে অবাক হবেন

Last Updated:

Indian Railways Sealdah Station: ট্রেন লেট নিয়ে যাত্রীদের অভিযোগের ইয়ত্তা নেই। আর সেই কারণেই এবার যাতে ট্রেন লেট না হয় তার স্থায়ী সমাধানে রেল নয়া প্রযুক্তি নিয়ে এল দেশের ব্যস্ত ডিভিশন শিয়ালদহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিনই দেশের প্রায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের উপর সাধারণ মানুষের এমন ব্যাপক নির্ভরশীলতার কথা মাথায় রেখেই ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। তবে রেল পরিষেবা গণপরিবহনের মেরুদন্ড হলেও এই পরিষেবা নিয়ে অভাব অভিযোগের শেষ নেই। এবার সেরকমই এক অভিযোগের সমাধানে উদ্যোগী হল রেল।
শিয়ালদহে নতুন প্রযুক্তি
শিয়ালদহে নতুন প্রযুক্তি
advertisement

ট্রেন লেট নিয়ে যাত্রীদের অভিযোগের ইয়ত্তা নেই। আর সেই কারণেই এবার যাতে ট্রেন লেট না হয় তার স্থায়ী সমাধানে রেল নয়া প্রযুক্তি নিয়ে এল দেশের ব্যস্ত ডিভিশন শিয়ালদহে। তার ফলে আর ট্রেন লেট হবে না বলেই মনে করছেন রেল কর্তারা। গত শুক্রবার সকাল থেকে এমনই জল্পনা শিয়ালদহ শাখায়। এর ফলে নিত্যযাত্রীদের অনেকে বলছেন, ট্রেন লেট না হলে অফিসেও আর লেট হবে না।

advertisement

আরও পড়ুন: বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি…নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ

রেলকর্তারা বলছেন, এই নতুন প্রযুক্তি ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে ট্রেন দেরিতে চলার সম্ভাবনা কমবে। ট্রেন দেরিতে চলার সম্ভাবনা কমার পাশাপাশি দুর্ঘটনার প্রবণতাও কমবে। নতুন এই প্রযুক্তি সবসময় পরখ করে দেখবে সিগন্যাল এবং ট্র্যাকের অবস্থা কেমন রয়েছে। আর সেই কারণেই ট্রেন কোথায় রয়েছে এবং কোন অবস্থায় রয়েছে তা সহজেই বুঝতে পারবেন আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: চাঁদে ফের মানুষ! এই প্রথম বিক্রম-প্রজ্ঞানের দক্ষিণ মেরুতে অবতরণ! চমকে ওঠা পরিকল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করতে যে ব্যবস্থা চালু হল, তার নাম ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম (টিএমএস)। এটা একটি অত্যাধুনিক প্রযুক্তি। রেল সূত্রে খবর, ট্রেন চলাচলের উপর প্রতিনিয়ত নজরদারি এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে টিএমএস ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। সঠিক সময়কে ভিত্তি করে এই ব্যবস্থা দিয়ে স্টেশনের ইন্টার লকিং সিস্টেমের মাধ্যমে সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের সমন্বয় সাধন করা যাবে। এমনকী এই প্রযুক্তির মাধ্যমে রেকগুলি সহজেই চিহ্নিত করা যাবে। এই প্রযুক্তি দিয়ে ট্রেন বাতিল থেকে শুরু করে যাত্রাপথ বদলানো— সব কিছুই করা সম্ভব। তার ফলে ট্রেন লেটে চলাচলের প্রবণতা কমানো যাবে। নির্দিষ্ট সময় মেনেই শিয়ালদহ শাখায় চলাচল করবে ট্রেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways Sealdah Station: আর লেট হবে না ট্রেন, শিয়ালদহে দারুণ ব্যবস্থা শুরু! জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল