ঘটনাটি ঘটে লাইন নম্বর–১ এ, যখন ৩৩৩৬৫ বারাসত–বনগাঁ লোকাল ট্রেনটি বনগাঁ অভিমুখে (আপ দিক) প্ল্যাটফর্ম নম্বর–১ এ প্রবেশ করছিল। ওই সময় এক বৃদ্ধা যাত্রী অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় আসন্ন ট্রেনের সামনে পড়ে যান। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে শ্রী গাঙ্গুলি নিজের প্রাণের ঝুঁকি উপেক্ষা করে লাইনে ঝাঁপিয়ে পড়েন এবং ট্রেন চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওই যাত্রীকে নিরাপদ স্থানে টেনে আনেন।
advertisement
এই সাহসিকতায় গভীরভাবে আপ্লুত হয়ে বৃদ্ধা যাত্রী রেল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত প্রশংসাপত্র জমা দেন। ওই পত্রে তিনি রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শ্রী সৌমেন গাঙ্গুলিকে তাঁর “দ্বিতীয় জীবন” দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: একের পর এক… ইস্তফা দিচ্ছে সব! এবার চাপের মুখে পদত্যাগ ইউনূসের বিশেষ সহকারী খোদাবকশের
এই নিঃস্বার্থ সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতিস্বরূপ শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা শ্রী সৌমেন গাঙ্গুলিকে একটি সাহসিকতা পুরস্কারে সম্মানিত করেন। তিনি বলেন, শ্রী গাঙ্গুলির দ্রুত সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা ও সাহসিক মনোভাব ভারতীয় রেলওয়ের গর্ব। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই ধরনের সাহসিকতা মাঠপর্যায়ের কর্মীদের সতর্কতা ও দায়িত্ববোধের প্রকৃষ্ট উদাহরণ। তিনি আরও যাত্রীদের প্রতি আহ্বান জানান, নিজেদের নিরাপত্তার স্বার্থে সর্বদা ফুট ওভার ব্রিজ (FOB) ব্যবহার করতে এবং কখনও রেললাইন পার না হতে।
আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার
মাঝেমধ্যেই রেল ডিভিশনের তরফে ঘোষণা করা হয় যাত্রীরা রেল ট্র্যাকে বারবার নেমে আসেন। কখনও অভিযোগ করেন, গেটে গাড়ি এমনভাবে চলে আসে যে রেল গেট ফেলতে অসুবিধা হয়। সোদপুরে এই কারণে একটি দূর্ঘটনাও ঘটেছিল। পয়েন্টসম্যানদের গুরুত্ব তাই বাড়ছে। এই অবস্থায় সৌমেন গাঙ্গুলীর ভূমিকা নিয়ে খুশি রেল আধিকারিকরা।
