TRENDING:

Indian Railways: রেলওয়ে কলোনিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্ছেদ অভিযান!

Last Updated:

Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দখলদারদের চিহ্নিতকরণ করে দখলের স্থান থেকে তাদের সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নিয়মিতভাবে জরিপ কার্য সম্পন্ন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দখলদারদের চিহ্নিতকরণ করে দখলের স্থান থেকে তাদের সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নিয়মিতভাবে জরিপ কার্য সম্পন্ন করা হয়। অননুমোদিত দখলের ফলে ট্রেন পরিচালনে বাধার সৃষ্টি হয়, সুরক্ষার ঝুঁকি সৃষ্টি করে এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণও পরিকাঠামোর উন্নয়নে অন্তরায় হয়ে পড়ে। এছাড়াও এই ধরনের দখল অপরাধমূলক কার্যকলাপ ও মাদক ব্যবহারের ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং অঞ্চলটির সুরক্ষার ক্ষেত্রে হুমকি হয়ে দাড়ায়। এই সমস্ত কার্যকলাপ প্রতিরোধ করতে এবং রেলওয়ে সম্পত্তি ও রেলওয়ে কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করতেউত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্ছেদ অভিযান
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্ছেদ অভিযান
advertisement

আরও পড়ুনঃ সূর্যের ‘মৃত্যু’তেই শেষ হবে পৃথিবী! আর ‘ঠিক’ কতদিন আয়ু সূর্যের? বিজ্ঞানীরাই শিউরে উঠলেন ভয়ে

এই প্রচেষ্টার অংশ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের নিউ গুয়াহাটি কমপ্লেক্সে ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সাহায্যে নিউ গুয়াহাটির ২০ জন রেলওয়ে আধিকারিক ও কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশের ২৪ জন আধিকারিক ও কর্মচারীর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি), চানমারির তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত করা হয়।

advertisement

উচ্ছেদ অভিযানের সময় ৬৮টি অননুমোদিত কোয়ার্টার খালি করা হয়, সব মিলিয়ে এই মাসের মধ্যে মোট ১০৩টি কোয়ার্টার দখলমুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে পূর্বে উচ্ছেদিত রেলওয়ে কোয়ার্টারে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উচ্ছেদের পূর্বে এসিপি চানমারি সমস্ত কর্মচারীদের সঙ্গে আলোচনা করে অভিযানটি উপযুক্ত পদ্ধতিতে, বৈধভাবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করা নিশ্চিত করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান মসৃণভাবে চালানো হয়।

advertisement

অননুমোদিত দখলদার সরানোর জন্য একই দিনে অন্য আরেকটি পৃথক উচ্ছেদ অভিযান উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের মালিগাঁও এবং পাণ্ডু অঞ্চলে পরিচালনা করা হয়। কামাখ্যা পোস্ট থেকে রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং জালুকবাড়ি থানার স্থানীয় পুলিশের সাহায্যে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোনও বাধা ছাড়াই ১০টি রেলওয়ে কোয়ার্টার থেকে অবৈধ দখলদারদের মসৃণভাবে উচ্ছেদ করা হয়। রেলওয়ে সম্পত্তি রক্ষা করতে উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং অননুমোদিত দখল প্রতিরোধ করতে ক্রমাগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে।

advertisement

আরও পড়ুনঃ চাটনিতেই জব্দ অ্যানিমায়া! এই ‘সবুজ’ খাবার শরীরে রোজ নতুন রক্ত তৈরি করে! বাকি উপকারিতা জানলে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সমস্ত ব্যক্তিদের প্রতি আইনি নিয়ম মেনে চলতে এবং অকর্তৃত্বশীল দখল খালি করার আহ্বান জানানো হচ্ছে। চলমান পরিকাঠামোমূলক উন্নয়নে সুবিধা প্রদান করার পাশাপাশি সুরক্ষিত ও দক্ষ ট্রেন পরিচালন নিশ্চিত করতে রেলওয়ে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: রেলওয়ে কলোনিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্ছেদ অভিযান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল