শ্যুটিং করার জন্য প্রযোজকদের প্রথম পছন্দ শিয়ালদহ স্টেশন। সম্প্রতি চাকদহ এক্সপ্রেসের শ্যুটিং করলেন অনুষ্কা শর্মা। এর পরের পছন্দ কলকাতা স্টেশন। এর পরের পছন্দের তালিকায় আছে হাওড়া ও আসানসোল স্টেশন। সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের জন্য ভাড়া নেওয়া হচ্ছে স্টেশন বিল্ডিং। আপাতত যাত্রী সংখ্যা ও গুরুত্ব নিরিখে স্টেশন তিন প্রকার। X,Y,Z স্টেশন। X স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি ২ লাখ টাকা। Y স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি দেড় লাখ টাকা। Z স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি এক লাখ টাকা।
advertisement
স্টেশনের পাশাপাশি সাধারণ রোলিং স্টক নিলে দিতে হবে ৪ লাখ ৭৪ হাজার টাকা। রোলিং স্টকে স্পেশালাইজেশন চাইলে দিতে হবে সাড়ে ৭ লাখ টাকা। রোলিং স্টক ও স্টেশন সহ নিতে হলে দিতে হবে ১৫ লাখ টাকা।এছাড়া বিমা করা থাকে রেলের। প্রযোজক সংস্থাই করে।রোলিং স্টকে ১০ কোটি। স্টেশনের জন্য ২ কোটি।
যত ব্যক্তি শ্যুটিংয়ে থাকবেন তাদের মাথাপিছু ১ লাখ টাকা করে ধার্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন শুধু টলিউড বা বলিউড নয়৷ দক্ষিণের একাধিক প্রযোজক সংস্থা ও ওটিটি প্ল্যাটফর্ম প্রযোজনা সংস্থার তরফে আগ্রহ দেখানো হচ্ছে৷ আগামিদিনে স্টেশন ও রেলকেন্দ্রিক বিকল্প উপার্জনে রেল লাভ করবে বলে আশাবাদী মন্ত্রক। এর পাশাপাশি যে সকল মেট্রো স্টেশন আছে। সেখানেও শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার সংখ্যা বাড়ছে।