TRENDING:

Indian Railways: আলুয়াবাড়ি রোড স্টেশনে এবার থেকে দাঁড়াবে অসমগামী এই এক্সপ্রেস ট্রেন, জানুন

Last Updated:

Indian Railways: যাত্রীদের সুবিধায় এই সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কামাখ্যা ও রাজেন্দ্র নগরের মধ্যে চলাচলকারী ক্যাপিটাল এক্সপ্রেস-এর আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ-এর শুভ সূচনা করা হল উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে। ​রেল যাত্রীদের সুবিধের জন্যই একটি পদক্ষেপ হিসেবে, আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেন নং. ১৩২৪৭/১৩২৪৮ (কামাখ্যা – রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেসকে দু-মিনিটের জন্য অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
আলুয়াবাড়ি রোড স্টেশন
আলুয়াবাড়ি রোড স্টেশন
advertisement

রায়গঞ্জের মাননীয়া সাংসদ দেবশ্রী চৌধুরী এই ক্যাপিটাল এক্সপ্রেস-এর আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ-এর শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।ট্রেন নং. ১৩২৪৭ (কামাখ্যা – রাজেন্দ্র নগর) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনে ১৬:৫৮ ঘন্টায় পৌঁছবে ও ১৭:০০ ঘন্টায় ছাড়বে। ফেরৎ যাত্রার সময় ট্রেন নং. ১৩২৪৮ (রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনে ১০:১৫ ঘন্টায় পৌঁছবে ও ১০:১৭ ঘন্টায় ছাড়বে।

advertisement

আরও পড়ুন: ‘শীতের হাওয়ায় লাগল নাচন’, কনকনে ঠাণ্ডায় কাঁপছে দার্জিলিং-কালিম্পং! পারদ নামল সমতলেও

ট্রেনটির নতুন স্টপেজ দ্বারা এই এলাকার রেল যাত্রীদের নিজের গন্তব্যের দিকে যাত্রার জন্য আরেকটি বিকল্প প্রদান করবে। এই ট্রেনের স্টপেজ এবং সময়ের বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমেও উপলব্ধ রয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।একই দিনে অন্য একটি কার্যক্রমে, রায়গঞ্জের মাননীয়া সাংসদ দেবশ্রী চৌধুরী কানকি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি এবং আরবিজি রুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক-সহ ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

advertisement

আরও পড়ুন: মাথায় দলা দলা হয়ে শীতে খুশি কেড়ে নিচ্ছে খুশকি? এই ঘরোয়া উপায়েই হবে গায়েব, জানুন

প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধির ফলে ট্রেনে সহজে উঠার পাশাপাশি যাত্রীদেরকে ট্রেন থেকে নামাতে সাহায্য করবে।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ক্যাপিটাল এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন৷ ফলে বহু মানুষ এটা ব্যবহার করেন। এই ট্রেনে যারা আলুয়াবাড়ি রোড আসতে চান তার শিলিগুড়ি সন্নিহিত একাধিক জায়গায় সহজেই যাতায়াত করতে পারবেন। তাই যাত্রীদের চাহিদা মেনেই এই স্টপেজ দেওয়া হল।

advertisement

আবীর ঘোষাল

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: আলুয়াবাড়ি রোড স্টেশনে এবার থেকে দাঁড়াবে অসমগামী এই এক্সপ্রেস ট্রেন, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল