TRENDING:

Indian Railways: পুজোর আগে দারুণ খবর, পুজো স্পেশাল ট্রেনে নয়া রুট ভারতীয় রেলের

Last Updated:

কলকাতা থেকে মাউ সরাসরি যাবে ট্রেন। মাউ জংশন হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাউ শহরে অবস্থিত একটি জংশন স্টেশন। এটি প্রয়াগরাজ-মাউ-গোরখপুর প্রধান লাইনের উপর পড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পূর্ব রেলপথে কলকাতা ও MAU-এর মধ্যে পূজা স্পেশাল ট্রেন চালানো হবে।  ১৩,০০০-এরও বেশি বার্থ তৈরি করা হবে। আসন্ন পূজা, দীপাবলি এবং ছট-এর সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, পূর্ব রেলওয়ে কলকাতা ও মাউ-এর মধ্যে পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনটি পূজা উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় মেটাতে অতিরিক্ত ধারণক্ষমতা এবং নমনীয়তা প্রদান করবে। এই পূজা উৎসব বিশেষ ট্রেনটি চালানোর মাধ্যমে অতিরিক্ত ১৩,০০০ বার্থ তৈরি করা হবে।
* পুজো স্পেশালে নয়া রুট ভারতীয় রেলের
* পুজো স্পেশালে নয়া রুট ভারতীয় রেলের
advertisement

মাউ জংশন হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাউ শহরে অবস্থিত একটি জংশন স্টেশন। এটি প্রয়াগরাজ-মাউ-গোরখপুর প্রধান লাইনের উপর পড়ে। এই অঞ্চলের একটি উন্নয়নশীল স্টেশন, এটি নতুন দিল্লি, মুম্বই, সুরাট, আহমেদাবাদ, কলকাতা, পুনে, লখনউ, আলিগড়,কানপুর, প্রয়াগরাজ , বারাণসীর মতো গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে সংযুক্ত।

০৫০৬৪ মাউ – কলকাতা পূজা স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার ২৪.০৯.২০২৫ থেকে ১২.১১.২০২৫ (০৮ ট্রিপ) এর মধ্যে মাউ থেকে দুপুর ১:৩০ টায় ছেড়ে কলকাতায় পৌঁছবে। পরের দিন এবং ০৫০৬৩ কলকাতা-মৌ পূজা স্পেশাল ২৫.০৯.২০২৫ থেকে ১৩.১১.২০২৫-এর মধ্যে প্রতি বৃহস্পতিবার দুপুর ১:২০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৭:৪৫ মিনিটে মাউ পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড কোচের ব্যবস্থা থাকবে। পূজা স্পেশাল ট্রেনে বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।

advertisement

২০১৫ সালের রেল বাজেটে বারাণসী জংশনে ভিড় এড়াতে এটিকে টার্মিনাল স্টেশন হিসেবে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সম্প্রতি রেলওয়ে বোর্ড গাজীপুর হয়ে মাউ জংশন এবং দিলদারনগরের মধ্যে একটি নতুন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । এই নতুন লাইন স্থাপনের পর মাউ সরাসরি হাওড়া-দিল্লি মূল লাইন এবং হাওড়া-প্রয়াগরাজ-মুম্বই লাইনের সঙ্গে সংযুক্ত হবে । মাউ বারাণসী থেকে মাত্র ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পুজোর আগে দারুণ খবর, পুজো স্পেশাল ট্রেনে নয়া রুট ভারতীয় রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল