এই বিশেষ ধরনের মাস্ক অনেকটাই সুবিধা দেবে চিকিৎসকদের বলে জানিয়েছেন শান্তনু সেন। তিনি জানান, N95 মাস্ক একটি সংক্রমণ রুখতে তার ৯৫ শতাংশ কার্যকর। যদিও FFP মাস্ক ৯৯.৫ শতাংশ সংক্রমণ রুখতে পারে। শনিবার শুরু মাস্ক নয় একই ভাবে পিপিই কিট ও দেওয়া হয়। কারন করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমানের পিপিই। সেও কারনেই পিপিই দেওয়া হল আর জি কর মেডিকেল কলেজ, এস এস কে এম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ ছাড়াও শিশু মঙ্গল, কেপিসি-র মত হাসপাতালগুলিকেও। এদিন মাস্ক ও FFP নিয়ে সব মিলিয়ে দশ হাজার বিতরণ করা হল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) তরফে। শান্তনু সেন জানান, এদিনের পর আরও কিট ও মাস্ক বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পৌঁছে যাবে। বর্তমানে কলকাতার হাসপাতালে পৌছালেও পরবর্তীকালে জেলাতেও যাবে পিপিই ও FFP।
advertisement