TRENDING:

India Bangladesh Border: কড়া নিরাপত্তা বাংলাদেশ সীমান্তে, কয়েক হাজার কিলোমিটার সিল করল বিএসএফ, নজরদারি নদীপথেও

Last Updated:

India Bangladesh Border: নিরাপত্তা খতিয়ে দেখতে সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। একই সঙ্গে পুরো সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করল বিএসএফ। সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাই অ্যালার্ট বাংলাদেশ সীমান্তে। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করল বিএসএফ। নিরাপত্তা বাড়ল সুন্দরবন এলাকায়। নিরাপত্তা খতিয়ে দেখতে সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। একই সঙ্গে পুরো সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করল বিএসএফ। সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।
হাই অ্যালার্ট বাংলাদেশ সীমান্তে
হাই অ্যালার্ট বাংলাদেশ সীমান্তে
advertisement

সুন্দরবন থেকে কোচবিহার অবধি সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি এই রাজ্যে যে কয়েকটি ট্রানজিট পয়েন্ট বা আইসিপি রয়েছে সেই সব জায়গাতেও চলছে কড়া নজরদারি।

বাংলাদেশে অস্থির পরিস্থিতি ও অশান্তি চরমে। তাই বাংলাদেশ থেকে কিছু মানুষ ভারত তথা এই রাজ্যে অনুপ্রবেশ করতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আশঙ্কা অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরাও। তাই সোমবার দুপুরের মধ্যে পুরো বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়। বিএসএফের সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। সীমান্ত সুরক্ষার জন্য দেশের অন্য অঞ্চল থেকেও পূর্বাঞ্চলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। বিশেষ নজর রাখতে শুরু করেছেন বিএসএফ গোয়েন্দারাও।

advertisement

অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা অন্য কোনও বস্তু পাচার না হয়, সেদিকেও রাখা হচ্ছে নজর। ডিজি দলজিৎ সিং চৌধুরি ডিজি (বিএসএফ)-এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। এদিনই তিনি উত্তর ২৪ পরগনা ও সুন্দরবনের সীমান্ত পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফের অতিরিক্ত ডিজি রবি গান্ধি, দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর প্রতাপ সিং ও অন্যান্য আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিএসএফের মতে, বাংলাদেশের এই পরিস্থিতিতে স্থলভাগের সীমান্তের উপর নজর দেওয়া তুলনামূলকভাবে সহজ। সেই ক্ষেত্রে নদীপথ ও সমুদ্রপথের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই নদী সীমান্তের পাশে দিনের সঙ্গে সঙ্গে রাতেও অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। তাঁদের হাতে রয়েছে নাইট ভিশন বাইনোকুলার। বিএসএফের দাবি, অন্ধকারেও যাতে নদী সীমান্ত পেরিয়ে কেউ না আসতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সতর্ক করা হচ্ছে ঘাট মালিকদের। নৌকার মাঝিদেরও সতর্ক করা হচ্ছে, যাতে তাঁরা জলসীমা পেরিয়ে বাংলাদেশের দিকে না যান।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
India Bangladesh Border: কড়া নিরাপত্তা বাংলাদেশ সীমান্তে, কয়েক হাজার কিলোমিটার সিল করল বিএসএফ, নজরদারি নদীপথেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল