TRENDING:

Dengue Situation: পুজোর মুখে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি! পরিস্থিতি মোকাবিলায় বুধে নবান্নে জরুরী বৈঠক

Last Updated:

Dengue Situation: পূজোর মুখে লাগাম ছাড়া ডেঙ্গির সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার ডেঙ্গির সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫৩৬২৬। চিন্তার ভাঁজ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা কলকাতা ও মুর্শিদাবাদ জেলা। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে আজ গুরুত্বপূর্ণ বৈঠক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর মুখে লাগাম ছাড়া ডেঙ্গির সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার ডেঙ্গির সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫৩৬২৬। চিন্তার ভাঁজ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা কলকাতা ও মুর্শিদাবাদ জেলা। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এরই মধ্য আজ ডেঙ্গি নিয়ে নবান্নে বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক। বিকেল ৪টে থেকে শুরু হবে বৈঠক।
পুজোর মুখে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি
পুজোর মুখে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি
advertisement

কলকাতায় সংক্রমণ গত সপ্তাহে সবথেকে বেশি বেড়েছে। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কিছুটা লাগাম টানতে পারলেও এখনও উত্তর ২৪ পরগনায় সংক্রমনের সংখ্যা প্রায় ১২ হাজারের কাছাকাছি। যেখানে কলকাতার সংক্রমণ ৭ হাজার ছাড়িয়েছে। মুর্শিদাবাদ জেলায় সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে। নদিয়া ও হুগলিতে সংক্রমণ ৪০০০ এরও বেশি। ৪ ঠা অক্টোবর পর্যন্ত গত সপ্তাহের তুলনায় কলকাতা, মুর্শিদাবাদ জেলায় সংক্রমণের হার অনেকটাি বেশি।

advertisement

লাগাতার বৃষ্টি এবং তার জেরে পুজোর মুখেে ডেঙ্গির সংক্রমণ ক্রমশ ফের বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। বুধবার জরুরী ভিত্তিতে ডেঙ্গি সংক্রমণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। বিকেল চারটে থেকে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালে সুপারদের নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। বিশেষ করে কলকাতা ও মুর্শিদাবাদ জেলায় গত সপ্তাহে তুলনায় ডেঙ্গি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের তৎপরতা শুরু নবান্নের।

advertisement

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs Afghanistan: ভারতীয় দলে ২-৩ পরিবর্তন! থাকতে পারে বড় চমক, আফগান ম্যাচে তৈরি নতুন ছক

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠক থেকে পুজোর মুখে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এদিনের বৈঠকে রাজ্যের তরফে আরও এক দফা অ্যাডভাইজারি জারি করা হতে পারে। পুজো আগে ডেঙ্গি পরিস্থিতি যেনতেন প্রকারে নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাইছে রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Situation: পুজোর মুখে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি! পরিস্থিতি মোকাবিলায় বুধে নবান্নে জরুরী বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল