TRENDING:

নীল কেরোসিন থেকে জাল ডিজেল, রমরমিয়ে চলছে বেআইনি কারবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাড়িতে বিদ্যুৎ আছে। রান্নার গ্যাসও আছে। তাই কাজে লাগে না কেরোসিন। তবু সেই কেরোসিন তেল রেশন থেকে তোলা হয়। তারপর বিক্রি। অসাধু ব্যবসায়ীরা এভাবেই পায় ভরতুকির কেরোসিন। যা থেকে বানায় জাল ডিজেল। কেরোসিন থেকে জাল ডিজেল। এই বেআইনি কারবারই রমরমিয়ে চলছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়।
advertisement

আয়লা বিধ্বস্ত এলাকায় রেশনে এখন মাথাপিছু মাসে ২ লিটার কেরোসিন দেয় সরকার।

কিন্তু, প্রায় সব বাড়িতেই বিদ্যুৎ ও রান্নার গ্যাস থাকায় কেরোসিন তেমন ব্যবহার হয় না।

অনেকেই তাই কেরোসিন বেচে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেরোসিন কিনতে বাড়িতেই লোক চলে আসেন। তারপর, সরকারের ভরতুকি দেওয়া কেরোসিন পৌঁছে যায় অসাধু ব্যবসায়ীদের হাতে। তাঁরা এই কেরোসিনে কেমিক্যাল মিশিয়ে জাল ডিজেল বানিয়ে মুনাফা লোটেন। এই বেআইনি কারবার তা হলে বন্ধ হবে কীভাবে? প্রশ্ন অনেকেরই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নীল কেরোসিন থেকে জাল ডিজেল, রমরমিয়ে চলছে বেআইনি কারবার