TRENDING:

ICDS: বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ, মঙ্গলবার রাজ্য জুড়ে কর্মবিরতি আশা কর্মীদের

Last Updated:

ICDS: মঙ্গলবার কর্মবিরতি আশা কর্মীদের। সোমবার ধর্মতলায় বিক্ষোভ রাস্তা অবরোধ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিল আই সি ডি এস এবং আশা কর্মীরা। ৮ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছেন আশা কর্মীরা। এদিন বিক্ষোভ দেখিয়ে প্রায় ২ ঘণ্টা ধর্মতলা মোড় অবরোধ করেন এই স্কিম ওয়ার্ক কর্মীরা।
advertisement

নূন্যতম ২৬ হাজার টাকা বেতন, স্মার্ট ফোন সহ মোট আট দফা দাবি নিয়ে ফের শহরের রাজপথে রাজ্য স্কিম ওয়ার্ক কর্মীরা। আশা, আই সি ডি এস কর্মীদের তরফে দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছিলেন। আজও তাঁদের তরফে ধর্মতলার মোড়ে কার্যত শুয়ে পড়ে বিক্ষোভ দেখলেন এই আশা কর্মীরা। তাঁদের তরফে জানান হয়, কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে একাধিক বার দেখা করে ড্ডআবি দাওয়া সম্পর্কে জানান হয়। আমাদের একাধিক বার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বেতন, ভাতা বৃদ্ধি করার। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় বাজেট হয়ে গেলেও, তাতে তাঁদের জন্যে কোনও টাকাই আলাদা করে বরাদ্দ করা হয় নি! আর এতেই তাঁদের দাবি দাওয়া নিয়ে ফের সরব আশা আই সি ডি এস কর্মীরা।

advertisement

আরও পড়ুন-                               একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                               একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

এদিন দুপুর আড়াইটা নাগাদ বিধান সভা অভিযান করতে শুরু করলে পুলিশ ধর্মতলা মোড়ে আটকে দেয়। এরপরই আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখতে থাকে। পুলিশের তরফে একাধিক বার অনুরোধ করা হলেও আশা কর্মীদের তোলা যায় নি। এরপরই তাঁদের একটি প্রতিনিধি দল দেখা করেন রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যর সঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিক্ষোভকারীদের দাবি, আজও শুধুই প্রতিশ্রুতি মিলেছে! দাবি পূরণের কোনও ইঙ্গিত দেওয়া হয় নি। এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি করবেন। তারপরও না হলে ৭ দিন পর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তাঁর। রাস্তা অবরোধ অবশেষে বেলা চারটে নাগাদ উঠলেও, পুলিশের তরফে আটক করা হয় আন্দোলনকারীদের মধ্যে  ৩০ জনকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ICDS: বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ, মঙ্গলবার রাজ্য জুড়ে কর্মবিরতি আশা কর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল