শনিবার সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে অনুষ্ঠান শেষে লঞ্চে প্রধানমন্ত্রী রওনা হন বেলুর মঠ৷ বেলুড়মঠের গেস্ট হাউসেই রাত্রিবাস করবেন তিনি৷ এ দিন মোদি বেলুড়মঠে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান সন্ন্যাসীরা৷ বেশ কিছুক্ষণ সন্ন্যাসীদের সঙ্গে গল্প করেন মোদি৷ প্রধানমন্ত্রীর নৈশভোজে তাঁকে শ্রীরামকৃষ্ণের ভোগই দেওয়া হয়৷ মেনুতে ছিল গোবিন্দ ভোগ চাল, মুগ ডাল ও আলু দিয়ে খিচুড়ি, পায়েস, মিষ্টি ও ফল৷
advertisement
ট্যুইটারে মোদি লিখলেন, 'আমি আনন্দিত ও উত্সাহিত যে আজ ও আগামিকাল আমি পশ্চিমবঙ্গে কাটাবো৷'
এ দিন বিকেলে কলকাতা পৌঁছন মোদি৷ তারপর রাজভবনে যান তিনি৷ সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ তারপর বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে৷ বৈঠক শেষে মোদি চলে যান ওল্ড কারেন্সি মিউজিয়ামে৷ সেখানে বক্তব্য রাখেন৷ বলেন, 'বাংলার মণীশীদের শ্রদ্ধা জানাই৷ কলকাতা সাহিত্য সংস্কৃতির পীঠ৷ ছোট থেকেই কলকাতায় আগ্রহী৷ বেলুড় মঠ আমাকে টানে৷ বাংলার মাটি পবিত্র ভূমি৷ কলকাতার জাদুঘর আন্তর্জাতিক হচ্ছে৷ বেলভেডিয়ার হাউস সংস্কার হচ্ছে৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেটকাফ হল, ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সংস্কার হচ্ছে৷' এরপর তিনি যান মিলেনিয়াম পার্কে৷ সেখানে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড দেখেন৷ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বছরের অনুষ্ঠানে যোগ দেন৷